BJP MLA Amarnath Shankha Threat Jadavpur University Regarding recent incident

Estimated read time 1 min read
Listen to this article


পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: যাদবপুরকাণ্ডে তৃণমূলের পর এবার বিজেপির হুঁশিয়ারি। কেউ বলছেন ১ মিনিটে দেখে নেবেন, কেউ আবার সময় নিয়েছিলেন ৩০ সেকেন্ড। এবার আধঘণ্টার মধ্যে যাদবপুরকে ঠান্ডা করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।

যাদবপুর নিয়ে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের: গত শনিবার WBCUPA এবং SFI সংঘাতে উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষামন্ত্রীকে ঘিরে চলে বিক্ষোভ। এরইমধ্যে শিক্ষামন্ত্রী গাড়ির নীচে পড়ে আহত হন এক ছাত্র। যা নিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই আবহে একাধিকবার হুমকি-হুঁশিয়ারি শোনা গিয়েছে তৃণমূলের গলায়। এবার আসরে বিজেপিও। ওন্দার বিজেপি বিধায়ক বলছেন, যাদবপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ও সিপিএম লুকোচুরি খেলছে। সেখানে একটা অস্থিরতার বাতাবরণ তৈরি করেছে। বামপন্থীরা আর তৃণমূল চোরে চোরে মাসতুতো ভাই। ABVP-কে ওখানে ছেড়ে দিলে, আধঘণ্টার মধ্যে যাদবপুরকে ঠান্ডা করে দেব। যাদবপুর নিয়ে এবার হুঙ্কার দিতে শোনা গেল ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে। 

বিজেপি বিধায়ক বলছেন, “একটা কলেজ আছে…যাদবপুর। যাদবপুর তো এখন সারা ভারতের প্রাণকেন্দ্র হয়ে গেছে। কারণ, চোরে চোরে মাসতুতো ভাই। তৃণমূল আর সিপিএম এক হয়ে গেছে। ওই কলেজে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আর সিপিএম লুকোচুরি খেলছে। যাদবপুর কলেজকে একটা অস্থিরতার বাতাবরণ তৈরি করেছে।এত ধরনের নোংরা কাজ হয়…আর যেখানে সমর্থন করেন এই বামপন্থীরা। এই বামপন্থীরা তো চোরে চোরে মাসতুতো ভাই। আমরা কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে বলব যে, সমস্ত দিক বিবেচনা করে আমাদের বিজেপির কার্যকর্তাদের, ABVP-র কার্যকর্তাদের ছেড়ে দেন, আধঘণ্টার মধ্যে আমরা যাদবপুরকে ঠান্ডা করে দেব। আমরা ভারতীয় জনতা পার্টি করি। আমরা কারও মুখাপেক্ষী হয়ে চলি না।”

যাদবপুরের এই ঘটনার পর গত সোমবার সন্ধে আরেকপ্রস্ত উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে ABVP। আর ভিতরে বামপন্থী ছাত্র সংগঠনের সদস্য়রা। দুপক্ষের মধ্য়ে রীতিমতো খন্ডযুদ্ধ বেঁধে যায়। মিছিল করে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে পৌঁছে যান ABVP-র সদস্যরা। গেট ঠেলে ভিতরে ঢুকেও পড়েন অনেকে। গেট বন্ধ করার চেষ্টা করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা। পাল্টা বিক্ষোভকারীরাও গেট ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করেন। নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। গেটের উপর উঠে পড়েন এক বিক্ষোভকারী… SFI, AIDSO-র পতাকা ছুড়ে ফেলে সেই জায়গায় ABVP-র ঝান্ডা লাগিয়ে দেওয়া হয়। ছিঁড়ে ফেলা হয় বাম ছাত্র সংগঠনের পোস্টারও। গেটের বাইরে শুয়ে পড়েন এবিভিপি সমর্থকরা। এই ঘটনার পর সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দেয় তারা। 

আরও পড়ুন: Satoshpur Station Fire: সন্তোষপুর স্টেশনে অগ্নিকাণ্ড, শিয়ালদা-বজবজ শাখায় বন্ধ ট্রেন চলাচল

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours