কলকাতা: বেহালায় বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ির লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। গতকাল রাত পৌনে ১২টা নাগাদ বাড়ির পাঁচিলে বোমা ছোড়ে দুষ্কৃতীরা, দাবি বৈশালীর। বাইকে চেপে এসে বোমা ছোড়ার অভিযোগ। ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন বৈশালী। কিন্তু কেন হামলা হল, তা বুঝতে পারছেন না বলে জানিয়েছেন বৈশালী। কারও সঙ্গে শত্রুতা নেই বলে জানিয়েছেন তিনি। (Vaishali Dalmiya)
বৈশালীর দাবি, শনিবার রাত ১১টা বেজে ৪০ মিনিট নাগাদ বাড়ির বারান্দায় বসেছিলেন তিনি। হঠাৎ বিকট আওয়াজে কেঁপে ওঠে বাড়ি। আতঙ্কিত হয়ে পড়েন তিনি। এর পর নিরাপত্তারক্ষীদের কাছে খোঁজ নিতে গেলে, নিজেও দেখতে পান আগুনের ফুলকি। বৈশালী কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষী পান। বিষয়টি খতিয়ে দেখে জানা যায়, দুষ্কৃতীরা বাড়ির পাঁচিল লক্ষ্য করে বোমা ছুড়ে গিয়েছে। আগুন ঝরছে বাড়ির ভিতরও। (Kolkata News)
বৈশালী জানিয়েছেন, দুই যুবক মোটর সাইকেলে চেপে এসে বোমা ছোড়ে। কিন্তু কী কারণে এই হামলা? বৈশালী জানিয়েছেন, কারণ বুঝতে পারছেন না তিনি। কারণ সাম্প্রতিক অতীতে কারও সঙ্গে কোনও গন্ডগোল নেই তাঁর। এই মুহূর্তে রাজনৈতিক কোনও কর্মসূচিও নেই তাঁর। ২০২১ সালে যখন বিজেপি-তে যোগদান করেন, সেই সময় ছেলের উপর হামলা হয়। কিন্তু তার পর থেকে কিছু ঘটেনি।
সংবাদমাধ্যমে বৈশালী বলেন, “বারান্দায় বসে ছেলের সঙ্গে কথা বলছি। হঠাৎ এমন আওয়াজ হল, আমি ভাবলাম ভূমিকম্প হয়ে বাড়িটা বোধহয় পড়ে গেল বা পিছনেই বাজ পড়ল। ঘুরে দেখি ডেলা ডেলা আগুন পড়ে বাগানের ভিতরে। এমন সিনেমায় দেখেছি যে বিস্ফোরণ ঘটছে। জায়গাটা পুরো কমলা হয়ে গেল। প্রতিবেশীরাও বেরিয়ে আসেন। পাড়ার দুই ছেলে দেখেছে, দু’জন বাইকে চেপে এসেছিল। পুলিশ এসে ছবি তুলে নিয়ে গিয়েছে।”
বিষয়টি নিয়ে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন বৈশালী। জানিয়েছে, খবর পেয়ে পুলিশ তাঁর বাড়িতেও এসেছিল। তবে তার বাইরে কোনও ভূমিকা নেই পুলিশের। বাড়ির সিসিটিভি ক্যানেরা থেকে ফুটেজ সংগ্রহের কাজে হাত দিয়েছেন বৈশালী। ওই ফুটেজ পুলিশের হাতেও তুলে দেবেন তিনি, যাতে অভিযুক্তদের চিহ্নিত করা যায়, তদন্তে আসল সত্য বেরিয়ে আসে। বেহালা চৌরাস্তার কাছেই বাড়ি বৈশালীর। সেখানে এমন ঘটনা ঘটল কী করে, পুলিশের নজরদারি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ঠাকুরপুকুর থানা বিষয়টি খতিয়ে দেখছে।
আরও দেখুন