NOW READING:
Suvendu Adhikari: ‘গাড়িতে ৩০ বার লাঠিপেটা করা হয়েছে, ভেবেছিল পালাব…’, শুভেন্দুর দাবি, ‘রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন সম্ভব নয় পশ্চিমবঙ্গে’
March 19, 2025

Suvendu Adhikari: ‘গাড়িতে ৩০ বার লাঠিপেটা করা হয়েছে, ভেবেছিল পালাব…’, শুভেন্দুর দাবি, ‘রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন সম্ভব নয় পশ্চিমবঙ্গে’

Suvendu Adhikari: ‘গাড়িতে ৩০ বার লাঠিপেটা করা হয়েছে, ভেবেছিল পালাব…’, শুভেন্দুর দাবি, ‘রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন সম্ভব নয় পশ্চিমবঙ্গে’
Listen to this article


বারুইপুর : ‘নির্বাচন কমিশন দেখুক, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন সম্ভব কি না। রাষ্ট্রপতি শাসনের দাবি করছি।’ বারুইপুরে গিয়ে এই দাবি করলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তাঁর হুঙ্কার, ‘আমি তো যা করার করব।’

বারুইপুরে শুভেন্দু অধিকারীর মিছিল ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল। তৃণমূল ও বিজেপির স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। শুভেন্দুকে কালো পতাকা দেখান তৃণমূল সমর্থকরা। যখন মিছিল করতে শুভেন্দু বারুইপুরে এসে পৌঁছন তখন তৃণমূল সমর্থকরা তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখান, ‘চোর’ স্লোগান তোলেন। পরে এনিয়ে বক্তব্য রাখার সময় সরব হন বিরোধী দলনেতা। 

তিনি চড়া সুরে বলেন, “আমাদের বিধায়ক যাঁরা এসেছেন তাঁদের গাড়ি আটকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা। পাথর ছুঁড়েছে। এমনকী জলে লঙ্কার গুঁড়ো মিশিয়ে জলও ছোড়া হয়েছে। কিন্তু, আমরা বারুইপুরে ঢুকেছি। বিমান বন্দ্যোপাধ্যায়…আপনি দেখুন। আর লুচির মতো ফুলুন। দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। আমি আমার কোনও কর্মী আঘাতপ্রাপ্ত হোক চাই না। আমরা লাঠি সহ্য করেছি। গাড়িতে না থাকলে লাঠি আমার মাথায় পড়ত। আমার গাড়ি ৩০ বার লাঠিপেটা করা হয়েছে। এবং যত রকম অশ্রাব্য ভাষা থাকে…ভেবেছিল গাড়ি ঘুরিয়ে পালাব। আমরা মোদিজির সৈনিক, হিন্দুর বাচ্চা। কাউকে ভয় করি না। ঔরঙ্গজেবকে ভয় করিনি। চেঙ্গিজ খাঁ-কে ভয় করিনি। তোরা কে হরিদাস পাল যে তোদের ভয় করব। এখানকার পুলিশ-এসপি আপনি আজ যা করলেন তার হিসাব হবে। “

বিস্তারিত আসছে…

আরও দেখুন



Source link