NOW READING:
মুর্শিদাবাদকে হিন্দুশূন্য করার চক্রান্ত : শুভেন্দু
May 6, 2025

মুর্শিদাবাদকে হিন্দুশূন্য করার চক্রান্ত : শুভেন্দু

মুর্শিদাবাদকে হিন্দুশূন্য করার চক্রান্ত : শুভেন্দু
Listen to this article


কলকাতা: দাঙ্গার পর সামসেরগঞ্জে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিডিও অফিসে ডেকে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রীর সামসেরগঞ্জ সফর নিয়ে জোর নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। বলেছেন, ‘মুর্শিদাবাদকে হিন্দুশূন্য করার চক্রান্ত..’ !

আরও পড়ুন, পাকিস্তানকে কীভাবে প্রত্যাঘাত? দেশজুড়ে ২৪৪ জেলায় মহড়া !

এদিন শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী কোনও এলাকায় যাননি। এবং মুখ্যমন্ত্রীকে সম্পূর্ণভাবে হিন্দুরা বয়কট করেছে। উনি যে ২৫০ চেক দেওয়ার কথা বলছেন, সম্পূর্ণ মিথ্যে কথা।  বেতবোনা গ্রাম থেকে ৪০ জন তৃণমূলের লোককে, ৪০ টি চেক উনি ওখানে দিয়েছেন। আজকে মাথাবাড়ি, ধুলিয়ান, সামসেরগঞ্জে সব হিন্দু গ্রাম মমতাকে, বয়কট করেছে। প্রত্যেকে  বাড়িতে কালো পতাকা তুলেছে। এবং তাঁরা রাজ্য মানবধিকার কমিশনের সামনে, কলকাতা হাইকোর্ট থেকে লড়াই করে, ধর্না অবস্থান শুরু করেছে। সেখানে হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারও আছে।

আরও দেখুন



Source link