কলকাতা: লন্ডনে গিয়ে বিরোধীদের নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন শুভেন্দু বলেন, ‘দেউচা পাচামি নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি রাজ্য সরকারের।পাচামিতে আদিবাসীরা প্রতারিত হয়েছেন। দেউচায় কর্মসংস্থান নিয়ে মিথ্যে তথ্য দিচ্ছে রাজ্য। আদিবাসীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। শিল্পের নামে মিথ্যে প্রচার মুখ্যমন্ত্রীর।’
‘আদিবাসীদের বঞ্চিত করে বাইরের লোকেদের পাট্টা দেওয়া হয়েছে। দেউচা পাচামি একটা বড় দুর্নীতি। জেলাশাসক জমি কেনা-বেচা বন্ধ করে দিয়েছে। দেউচায় জমির বিনিময়ে চাকরি হয়নি, চাকরি পাচ্ছে তৃণমূল কর্মীরা। আদিবাসীদের চাকরি দেওয়া হয়নি। পুলিশের সাহায্য়ে তৃণমূল সব করছে। রামনবমীর পর এটা নিয়ে বড় লড়াইয়ে নামবে বিজেপি। জেলাশাসকের বিরুদ্ধে রামনবমীর পর বড় জমায়েত।’
আরও পড়ুন, ‘মেঘনা মোড়ে গেছিলাম, কিন্তু..’ ! ভাটপাড়াকাণ্ডে প্রতিক্রিয়া অর্জুনের
প্রসঙ্গত, শুরুটা হয়েছিল ঝলমলে ভাবে। অক্সফোর্ড ইউনিভার্সিটি ঘুরে দেখা। কখনও পিয়ানো বাজানো, চা চক্রে অংশ নেওয়া। সৌরভ বন্দ্য়োপাধ্য়ায়কে সঙ্গে নিয়ে কেলগ কলেজে বক্তৃতা দিতে মুখ্য়মন্ত্রীর পৌঁছনো!বক্তৃতার শুরু থেকে সর্বধর্ম সমন্বয়…ঐক্য়ের বার্তা…কন্য়াশ্রীকে বিশ্ব দরবারে তুলে ধরছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এরপর পশ্চিমবঙ্গে শিল্পায়নের প্রসঙ্গ তোলেন তিনি।তখন দর্শকাসন উপস্থিত কয়েকজন তাঁকে বলেন, নির্দিষ্ট করে বলুন, কোন কোন কোম্পানি এসেছে, এরপরই পরিস্থিতি অন্য়দিকে ঘুরতে শুরু করে। মুখ্য়মন্ত্রীকে আর জি কর কাণ্ড নিয়েও প্রশ্ন ছুড়ে দেন দর্শকদের একাংশ।
দর্শকের তরফে প্রশ্ন ওঠে, ম্যাম, আর জি করের বিষয়টা কী হল? জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনি জানেন, মামলাটি বিচারাধীন এবং এটা কেন্দ্রীয় সরকার নিয়ে নিয়েছে, এটা আর আমাদের কাছে নেই। দয়া করে এখানে রাজনীতি করবেন না, এটা রাজনীতি করার জায়গা নয়। সেটা আপনারা আমার সঙ্গে আমার রাজ্যে করতে পারেন, এখানে নয় এবং আপনি আমার থেকে বেশি ভাল জানেন ‘ক্রাউড ফান্ডিং’-সহ আরও বিষয়গুলো।
দর্শকের তরফে ফের প্রশ্ন ওঠে, আমরা যখন কলকাতায় গিয়ে এই প্রশ্ন করি, আপনার মন্ত্রী বলেন, আঙুল ভেঙে দেবেন…। মমতা বলেন,’ আপনি মিথ্যা বলছেন…ভাই আপনি এটা করবেন না।আমি আপনাকে জবাব দিচ্ছি, এই দেখুন, এভাবে আপনারা আমাকে খুনের চেষ্টা করেছিলেন। দেখুন এটা আপনাদের অত্যাচারের নমুনা। এটা নাটক নয়। এটা আপনি আমায় অপমান করছেন না, আপনি আপনার প্রতিষ্ঠানকে অপমান করছেন। সব জায়গায় এটা এদের স্বভাব, তারা স্বভাব পরিবর্তন করতে পারে না। আমি যেখানে যাই…
হিন্দু প্রসঙ্গ উঠতেই মুখ্যমন্ত্রী বলেন, আমি সবার জন্য, আমি সবার জন্য, আমি হিন্দু, মুসলিম, শিখ, সাঁই, আমি সবার জন্য, আমি ঐক্যের পক্ষে, আপনারা নন। কোনও একটি নির্দিষ্ট ধর্মের কথা বলবেন না, সব ধর্মের কথা একসঙ্গে বলুন। আপনাদের নেতারা যখন আসবেন, তখন কিন্তু একই জিনিস হতে পারে। এটা মনে রাখবেন। এটা ঠিক নয়। আপনারা আমার ভাই-বোনেরা এখানে রাজনীতি করবেন না। এখানে রাজনীতি করা খুব সহজ, এখানে ন্যারেটিভ তৈরি করা খুব সহজ, নেগেটিভ কাজ করা খুব সহজ, প্লিজ আমার অতিবাম বন্ধুরা এবং বাম বন্ধুরা
এবং কিছু সাম্প্রদায়িক শক্তিরা, আপনারা এরকম করবেন না। এটা ঠিক নয়।
এই অনুষ্ঠানের পর, আমি প্রতি বছর দু-বার এই বিশ্ববিদ্যালয়ে আসার চেষ্টা করব আমার লোকেদের সঙ্গে কথা বলতে। আপনারা আমাকে সেই শক্তি দিয়েছেন। আপনারা আমাকে সেই অনুপ্রেরণা দিয়েছেন এবং আপনারা আমাকে উদবুদ্ধ করেছেন। দিদি কাউকে গ্রাহ্য করে না। দিদি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো কাজ করে। আমাকে ধরতে পারলে ধরুন, কিন্তু আমার সঙ্গে লড়তে আসবেন না। এরপরেই গো ব্যাক স্লোগান ওঠে তাঁর বিরুদ্ধে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন