NOW READING:
‘আমাকে হারাতে গেছিল, আমি হারিয়ে পাঠিয়ে দিয়েছি’, মন্তব্য শুভেন্দুর
December 31, 2024

‘আমাকে হারাতে গেছিল, আমি হারিয়ে পাঠিয়ে দিয়েছি’, মন্তব্য শুভেন্দুর

‘আমাকে হারাতে গেছিল, আমি হারিয়ে পাঠিয়ে দিয়েছি’, মন্তব্য শুভেন্দুর
Listen to this article



<p>ABP Ananda Live: মুখ্যমন্ত্রী সোমবার বলেছিলেন, ‘সবাই ভাল থাকবেন। আর মিলেমিশে থাকবেন। কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না।’ আর পাল্টা শুভেন্দু বললেন, ‘রেখা-মাম্পিরা না লড়লে ওই মাঠ শাহজাহানের নামেই থাকত। সবথেকে বড় কেউ যদি দুষ্টু লোক থাকে, তিনি আর কেউ নন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি’&nbsp;&nbsp;</p>
<p>সন্দেশখালির মানুষকে তিনি বলেন, সংখ্যালঘু ভোট ছাড়াই বিজেপি ক্ষমতায় আসবে। ‘&nbsp;আমাকে হারাতে গেছিল, আমি হারিয়ে পাঠিয়ে দিয়েছি। এবারে আপনারা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আপনি এক কোটি টাকা দিলেও, কোনও হিন্দু পরিবার, জনজাতি পরিবার আপনাকে ভোট দেবে না।&nbsp;&nbsp;আমি জিতেছি, আমার ভাইকে জিতেয়েছি, অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছি।&nbsp;এত অত্যাচার, সরবেড়িয়া, এত নেকাতে জেলা ঢুকিয়েছিল। ভোটের আগের দিন। বহু বুথে হিনদু ভোট দিতে পারেনি। সন্দেশখালিতে রেখাকে আপনারা সাত হাজার ভোটে জিতিয়েছেন।&nbsp;সন্দেশখালি যে পথ দেখিয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গ সেই পথে হাঁটবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হবে…’&nbsp;&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>



Source link