NOW READING:
‘তৃণমূলের নিচুতলার লোকেরা ট্যাবের টাকা হাতিয়েছে’, নিশানা শুভেন্দু অধিকারীর
November 15, 2024

‘তৃণমূলের নিচুতলার লোকেরা ট্যাবের টাকা হাতিয়েছে’, নিশানা শুভেন্দু অধিকারীর

‘তৃণমূলের নিচুতলার লোকেরা ট্যাবের টাকা হাতিয়েছে’, নিশানা শুভেন্দু অধিকারীর
Listen to this article



<p>BJP News: ট্যাব কেলেঙ্কারি নিয়ে তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর। ‘তৃণমূলের নিচুতলার লোকেরা ট্যাবের টাকা হাতিয়েছে’। তৃণমূলে টাকা হাতানোর প্রতিযোগিতা চলছে, আক্রমণ শুভেন্দুর।&nbsp;</p>
<p>কাজের দিন অফিস টাইমে শিয়ালদা-বনগাঁ শাখার অশোকনগর স্টেশনে রেল অবরোধ। ডাউন বনগাঁ-মাঝেরহাট লোকালের যাত্রাপথ কাটছাঁট করায় যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। যাত্রীদের অভিযোগ, প্রায় দিনই বনগাঁ-মাঝেরহাট লোকাল বারাসাত পর্যন্ত করে দেওয়া হচ্ছে। এর ফলে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। প্রতিবাদে এদিন সকাল ৮টা ১০ থেকে অশোকনগর স্টেশনে শুরু হয় রেল অবরোধ। আটকে পড়ে একের পর এক আপ ও ডাউন ট্রেন। লেভেল ক্রসিংয়ের গেট না খুলতে পারায় যশোর রোডেও যানজট তৈরি হয়। গাড়ির লাইন পড়ে যায়। বহু মানুষ ভোগান্তির শিকার হন। রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।</p>



Source link