NOW READING:
‘ভোট কেটে কাদের কাদের হারিয়েছে সিপিএম, সবাই দেখেছে’, মন্তব্য শুভেন্দুর
April 2, 2025

‘ভোট কেটে কাদের কাদের হারিয়েছে সিপিএম, সবাই দেখেছে’, মন্তব্য শুভেন্দুর

‘ভোট কেটে কাদের কাদের হারিয়েছে সিপিএম, সবাই দেখেছে’, মন্তব্য শুভেন্দুর
Listen to this article


ABP Ananda Live: বিজেপিকে জুমলা পার্টি বলে মমতার আক্রমণ, পাল্টা শুভেন্দু। ‘যারা বিজেপিকে ভোট দিয়েছেন, তাদেরই অপমান করেছেন মুখ্যমন্ত্রী’। ‘ভারতবর্ষ জুড়ে সংখ্যালঘু, বিশেষ করে মহিলারা মোদিজিকে ধন্যবাদ জানাচ্ছেন’। ‘কলকাতায় তৃণমূল নেতারা ওয়াকফের সম্পত্তি দখল করছেন’। ‘প্রতিবাদ সভা থেকে তুলে দেওয়া হয়েছে সংখ্যালঘুদের’। ‘ভোট কেটে কাদের কাদের হারিয়েছে সিপিএম, সবাই দেখেছে’।
‘সিপিএম তো তৃণমূলকেই সাহায্য করছে’।  ‘সিপিএম বাংলাদেশ নিয়ে মিছিল করে না, প্যালেস্তাইন নিয়ে করে’। ‘রাত জাগলেও শূন্য শূন্যই থাকবে’।

 

রামনবমীর আগে রাজনৈতিক পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে। সেই আবহে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে শান্তির বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানালেন, ইদ যেমন শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে, রামনবমীতে যেন শান্তি বজায় থাকে। যে কোনও প্রকারে দাঙ্গা, অশান্তি এড়িয়ে যেতে আর্জি জানালেন মমতা। দেশকে ভাঙার চক্রান্ত রুখতে হবে বলে জানালেন। (Mamata Banerjee)

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা বলেন, “দরিদ্র মানুষের সব কাজ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার আছে কী জন্য? শুধুমাত্র ধর্মীয় প্রবণতার নামে…একটা নতুন ধর্মের আমদানি করে, যা আমাদের তপোবনের নয়, আমাদের রামকৃষ্ণ-বিবেকানন্দের নয়, যা বেদ-বেদান্তের নয়, যা ঋক-সাম-যজু-অথর্বের নয়…শুধু দেশকে ভাগ করার জন্য, মানুষের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য? আমি চাই, বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী সব শান্তিতে, ভাল ভাবে হোক। ইদও শান্তিতে পালিত হয়েছে। সামনের সবকিছুও ভাল ভাবে পালিত হোক। নতুন বছর আসছে, শুভ নববর্ষ। আমাদের মা কালীবাড়ির স্কাইওয়াক, উন্নতি হয়েছে। ১৪ তারিখ উদ্বোধন করব। ২৮ তারিখ জগন্নাথ ধামের উদ্বোধন হবে।” (Mamata Banerjee on Rama Navami)



Source link