<p>ABP Ananda Live: আজ সকাল থেকেই রামনবমী উপলক্ষে মিছিল শুরু হয়ে গিয়েছে। কলকাতা শহরে ছোট-বড় মিলিয়ে প্রায় ৬০টির কাছাকাছি মিছিলের ডাক দেওয়া হয়েছে। মধ্য হাওড়ায় সজল ঘোষ মিছিলে সামিল হয়েছেন। মধ্য হাওড়ায় শুরু হয়েছে মিছিল, শুরুতেই রয়েছে সজল ঘোষ উঠছে জয় শ্রী রাম স্লোগান। ‘কোনও কোনও সময় ধর্মকে রক্ষা করতে অস্ত্র হাতে নেওয়ার দরকার পড়ে’। মধ্য হাওড়ায় কদমতলা থেকে শুরু হয় মিছিল। সেখানে বিজেপি নেতা সজল ঘোষ যোগ দেন এবং রামরাজাতলার রামমন্দির পর্যন্ত এই মিছিল যায়। ‘আজকের দিনে প্রার্থনা করি যাতে বাংলায় রামরাজত্ব, রামরাজত্ব মানে সুশাসন, প্রজাদের অধিকার সেটা যেন প্রতিষ্ঠিত হয়। ২৬ হাজার ছেলেমেয়ের মধ্যে যারা যোগ্য তাদের যেন ফিরে আসুক’, বললেন সজল।</p>
<p> </p>
<p>কলকাতায় রামনবমীর মিছিল ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। পিছিয়ে নেই জেলাও। বাংলার বিভিন্ন জেলাতেই রবিবার রামনবমীর মিছিল। গত দুই বছরের মতো এবছরও যাতে কোনও অশান্তি না বাঁধে, তাই নিয়ে তৎপর পুলিশও। হাইকোর্টের অনুমতি পেয়ে রামনবমী উপলক্ষ্যে হাওড়ায় রবিবার দুই সংগঠনের মিছিল। আর সেই মিছিল ঘিরে সাজো সাজো রব হাওড়ায় । কিছুক্ষণ পরেই সুকান্ত মজুমদার যোগ দিতে পারেন মেগা-মিছিলে। অন্যদিকে মধ্য হাওড়ায় ইতিমধ্যেই পথে সজল। </p>
<p>শিবপুরের কাজিপাড়ার নরসিংহ মন্দির থেকে সকালে শুরু হয় অঞ্জনিপুত্র সেনার মেগা ‍র‍্যালি। মিছিলে থাকার কথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও । মিছিল কাজিপাড়া থেকে শুরু হয়ে জিটি রোড ধরে শিবপুর সন্ধ্যাবাজার যাবে হাওড়া ময়দানে। পুলিশে ছয়লাপ গোটা এলাকা। রয়েছে ব়্যাফ। <a title="কলকাতা হাইকোর্ট" href="https://bengali.abplive.com/topic/calcutta-high-court" data-type="interlinkingkeywords">কলকাতা হাইকোর্ট</a>ের নির্দেশ দিয়েছে, অঞ্জনিপুত্র সেনা ও বিশ্ব হিন্দুু পরিষদ, দুই সংগঠনের ৫০০ জন করে মোট ১ হাজার লোক নিয়ে মিছিল করতে পারবে। সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিছিল করবে অঞ্জনিপুত্র সেনা। দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদকে মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। প্রত্যেক অংশগ্রহণকারীর নাম ও পরিচয়পত্র দিতে হবে পুলিশকে। দুটি মিছিলের রুটও নির্দিষ্ট করে দিয়েছে হাইকোর্ট।</p>
Source link
‘আজকের দিনে প্রার্থনা করি যাতে বাংলায় রামরাজত্ব প্রতিষ্ঠিত হয়’, বললেন সজল
