কলকাতা: হাসপাতালে বিজেপি নেতা কৌস্তভ বাগচীর শাসানির অভিযোগে নতুন তথ্য। ফেসবুক পোস্টে পাল্টা অভিযোগ বিজেপি নেতার। হাসপাতালের কর্মীকে চড় মেরেছেন তৃণমূল কর্মী মন্টু, পাল্টা অভিযোগ কৌস্তভের। চড় মারল তৃণমূলকর্মী, দোষ কৌস্তভ বাগচীর ? প্রশ্ন বিজেপি নেতার। পুলিশের নোটিস পেয়েছেন, তবে আগামী ৩ থেকে ৪ দিন তাঁর রাজনৈতিক কর্মসূচি রয়েছে, জানালেন কৌস্তভ।
আরও পড়ুন, বিস্ফোরক অভিযোগ রাজ্যের মন্ত্রীর সিদ্দিকুল্লার, ‘দলের মধ্যে এখনও সিপিএমের কিছু বদ রক্ত আছে..’ !
‘আর কত নিচে নামবে তৃণমূল কংগ্রেস ?’
কৌস্তভ বাগচী বলেন, দেখা যাচ্ছে একটি ভিডিও-তে, আমি যখন কথা বলছি, পাশ থেকে একজন মেডিক্যাল স্টাফকে এরা মারছে। আমি আমার ফেসবুকে পোস্ট করেছি, সেখানে আমি দেখিয়েছি, যে ছেলেটা তৃণমূলের বিধায়ক রাজ চক্রবর্তী এবং তৃণমূলের কাউন্সিলরের সঙ্গে কাজ করে।এবং ছেলেটা একজন সক্রিয় তৃণমূল কর্মী। গত পরশু দিন রাতে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, ব্যারাকপুরের বিধায়ক এবং ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাস এরা মিলে একটা সাংবাদিক বৈঠক করে। আমার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলে। তারা বলেন ডাক্তার ঘোষকে মারধর করেছি। ‘ কিন্তু যাবতীয় এই অভিযোগ উড়িয়ে ভিডিও পোস্ট করেছেন কৌস্তভ। কৌস্তভের দাবি, ওই ভিডিওতে ডাক্তার ঘোষ বলছে, আপনি কিছুই করেননি। এটা তার স্বীকারোক্তি। এরপরেই কৌস্তভের প্রশ্ন আর কত মিথ্যে কথা বলবে, আর কত নিচে নামবে তৃণমূল কংগ্রেস ?’
কী অভিযোগ ? কী হয়েছিল সেদিন ?
মূলত উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে হাসপাতালে ঢুকে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের শাসানির অভিযোগ ওঠে বিজেপি নেতা কৌস্তভ বাগচীর বিরুদ্ধে। সেই ঘটনায় বিজেপি নেতাকে নোটিস দেয় মোহনপুর থানা। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কৌস্তভ বাগচী। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে তীব্র চাপানউতর। চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ ঘিরে মঙ্গলবার তুলকালাম বাঁধে ব্যারাকপুরের সারদা মাল্টিস্পেশালিটি হাসপাতালে। এই ঘটনায় এবার বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে নোটিস পাঠায় মোহনপুর থানা। বিজেপি নেতা কৌস্তভ বাগচী বলেন, এই যে ছেলেটাকে দেখা যাচ্ছে যে চড় মারছে, এর সঙ্গে তো আমার কোনও লেনাদেনাও নেই। আমি ওকে চিনিও না। তৃণমূল এই বিষয়টাকে একটা রাজনৈতিক রঙ এবং উদ্দেশ্য়প্রণোদিতভাবে আমার মানহানি করার জন্য়।কৌস্তভ বাগচী আবার একটি ছবি সামনে এনে দাবি করেছেন যাঁকে চড় মারতে দেখা গেছে, তিনি তৃণমূলের কর্মী।