উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: তাঁর হাত ধরেই রাজনীতির রং বদলেছিলেন। সম্পর্কের বদলের দিনও তাঁকেই প্রধান সাক্ষী মানলেন আইনজীবী ও বিজেপি নেতা কৌস্তভ বাগচী। শনিবার সন্ধ্যায় দীর্ঘদিনের বান্ধবী প্রীতি করের সঙ্গে রেজিস্ট্রি সারলেন কৌস্তভ বাগচী । প্রধান সাক্ষী হিসেবে সেই রেজিস্ট্রি পেপারে সই করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাজনীতিতে একবার ‘হাত’ ছেড়েছেন। মানে কংগ্রেসের হাত প্রতীক। শনিবার হাতে হাত রাখলেন। তবে এবার ব্য়ক্তিগত জীবনে। প্রেমিকা প্রীতি করের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে সারলেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী। ১২ বছর ধরে একসঙ্গে পথচলা। অনেক চড়াই-উতরাই একসঙ্গে পার করেছেন দুজনে। প্রতিটা প্রতিকূলতাই আরও মজবুত করেছে ভালবাসার বন্ধনকে। সেই ভালবাসাই এবার আইনি স্বীকৃতি পেল আলো ঝলমলে আনন্দ সন্ধেয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর প্রতিজ্ঞা করে, মাথা মুড়িয়েছিলেন। শনিবার ন্যাড়া মাথাতেই রেজিস্ট্রি সারতে হল কৌস্তভ বাগচীকে। তা নিয়ে অবশ্য় কোনও অনুশোচনা নেই কৌস্তভ বা প্রীতির।কংগ্রেসে যোগ দিয়ে রাজনীতিতে হাতেখড়ি। তারপর দল বদলে বিজেপিতে। বিয়েতে অবশ্য় গেরুয়া নয়, চারিদিকে লাল রঙের ছড়াছড়ি। আসলে লাল প্রীতির বড় প্রিয়। লাল গোলাপের মাঝেই লেখা হল প্রীতি-কৌস্তভের ভালবাসার নতুন অধ্যায়।
আরও পড়ুন, শীতের রাতে ডাস্টবিনে ধোঁয়া, স্থানীয়রা উঁকি দিতেই দেখলেন, ‘জ্বলছে ৫ সারমেয় শাবক..’ !
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
বিস্তারিত আসছে…
আরও দেখুন