<p>ABP Ananda Live: হাসপাতালে বিজেপি নেতা কৌস্তভ বাগচীর শাসানির অভিযোগে নতুন তথ্য। ফেসবুক পোস্টে পাল্টা অভিযোগ বিজেপি নেতার। হাসপাতালের কর্মীকে চড় মেরেছেন তৃণমূল কর্মী মন্টু, পাল্টা অভিযোগ কৌস্তভের। চড় মারল তৃণমূলকর্মী, দোষ কৌস্তভ বাগচীর, প্রশ্ন বিজেপি নেতার। পুলিশের নোটিস পেয়েছেন, তবে আগামী ৩ থেকে ৪ দিন তাঁর রাজনৈতিক কর্মসূচি রয়েছে, জানালেন কৌস্তভ। আজ কৌস্তভকে থানায় হাজিরা দিতে নোটিস দিয়েছিল পুলিশ।</p>
<p> </p>
<p><strong>কাঁকুড়গাছিতে BJP কর্মী অভিজিৎ খুনের মামলায় কোর্টে ভর্ৎসিত CBI, ‘তথ্যপ্রমাণ দুই বছর আগে পেয়ে, ৪ বছর পর জমা ?..'</strong></p>
<p>কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী খুন, কোর্টে ভর্ৎসিত সিবিআই। ‘৪ বছরে কাউকে গ্রেফতারের কোনও চেষ্টা করেছেন? ৪ বছরে কাউকে গ্রেফতারের প্রয়োজন মনে করেছিলেন?’, বিজেপি কর্মী অভিজিৎ সরকার-হত্যা মামলায় প্রশ্ন আদালতের।</p>
<p>এদিন যখন মামলায় শুনানি শুরু হয়, বিচারকের প্রশ্ন ছিল, আপনারা যে তদন্ত করে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছেন, আমি কেস ডাইরি দেখেছি। বিচারকের বক্তব্য হচ্ছে যে, যে তথ্য প্রমাণ সামনে রেখে আপনারা এই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছেন, সেই তথ্যপ্রমাণ তো দুই বছর আগে পেয়েছিলেন। তাহলে কেন, চার বছর পর এই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছেন ? প্রশ্ন বিচারকের। </p>
<p> </p>
<p> </p>
Source link
হাসপাতালের কর্মীকে চড় মেরেছেন তৃণমূল কর্মী মন্টু, পাল্টা অভিযোগ কৌস্তভের
