ডায়মন্ড হারবার: দলীয় কার্যালয়ের ভিতর থেকে বিজেপি নেতার রক্তাক্ত দেহ উদ্ধার। এই ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে চাঞ্চল্য ছড়াল। নিহত পৃথ্বীরাড নস্কর মথুরাপুর সাংগঠনিক জেলার মিডিয়া সেলের আহ্বায়ক ছিলেন। গত নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন ওই বিজেপি নেতা। গত ৭ তারিখ পরিবারের লোকজন নিখোঁজ বলে থানায় অভিযোগ দায়ের করেন। খোঁজ করতে গিয়ে শুক্রবার রাতে বিজেপি-র কার্যালয়ের ভিতর থেকে, তালা ভেঙে উদ্ধার করা হয় রক্তাক্ত দেহটি।
আপাতত ওই বিজেপি নেতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ডামন্ড হারবার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে দেহটি। আজ ময়নাতদন্ত হবে।
নিহত পৃথ্বীরাজ নস্কর মথুরাপুর সাংগঠনিক জেলার মিডিয়া সেলের আহ্বায়ক ছিলেন। তাঁর এমন পরিণতি কী করে হল, প্রশ্ন উঠছে। চাঞ্চল্য ছড়িয়েছে উস্তি এলাকায়। উত্তর খুঁজছেন পরিবারের লোকজন।
সবিস্তার আসছে
আরও দেখুন