‘বহুদিন পর ছাড়া পেলেন, আজ পার্টি হবে’, অনুব্রতর ‘ঘরে ফেরা’ নিয়ে বললেন দিলীপ
কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: গরুপাচার মামলায় জেলমুক্তি অনুব্রত মণ্ডলের। দু’বছর পর বাড়ি ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য ‘কেষ্ট’। এই মুহূর্তে উৎসবের আমেজ বীরভূমে তাঁর বাড়ি সংলগ্ন এলাকায়। সেই নিয়ে এবার মুখ খুললেন রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। গরুপাচার মামলায় অনুব্রতর মুক্তিতে তদন্তপ্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। যদিও দিলীপের দাবি, বিচারে সময় লাগে। যথা সময়েই সাজা হবে। (Dilip on Anubrata)
সিবিআই এবং ইডি-র দায়ের করা দু’টি মামলাতেই জামিন পেয়েছেন অনুব্রত। দিল্লির তিহাড় থেকে জামিন পেয়ে গিয়েছেন তাঁর কন্যা সুকন্যা মণ্ডলও। মঙ্গলবার বীরভূমের বাড়িতে ফিরলেন অনুব্রত, সুকন্যা এক বছর পর। সেখানে তাঁদের ঘিরে উৎসবের আমেজ। উঠছে জয়ধ্বনি। শোনা যাচ্ছে, আজ বীরভূমে মমতার সঙ্গে দেখাও হতে পারে অনুব্রতর। সেই নিয়ে মুখ খুললেন দিলীপ। (Dilip Ghosh)
অনুব্রতর ফেরা নিয়ে দিলীপ বলেন, “জামিন যে কেউ পেতে পারেন। আমাদের বিচারব্যবস্থা একটু সময় সাপেক্ষ। কেমন দুর্নীতি হয়েছে, সম্পত্তি কত, সব মানুষ জানেন। যথা সময়ে সাজা হবে। বহু লোক জেলে গিয়েছে। আমরা একটু অপেক্ষা করব। দীর্ঘ সময় ধরে বিচার চলে।” বীরভূমে এই মুহূর্তে যে উৎসবের আমেজ, তা নিয়ে দিলীপের বক্তব্য, “বহুদিন পর ছাড়া পেয়েছেন। আজ পার্টি হবে। বীরভূম থেকে আয় কমে গিয়েছিল দলের। আবার মালকড়ি আসবে। সব ঠিক আছে কি না, কাজল শেখ খেয়ে নিল সব, না আছে কিছু, দেখা হবে।”
ঘটনাটক্রে আজই বীরভূমে প্রশাসনিক সভা রয়েছে মমতার। সেখানে অনুব্রতর সঙ্গে তাঁর সাক্ষাতের কথাও রয়েছে। সেই নিয়ে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি যদিও। তবে দিলীপের কথায়, “বিরাট মিলন উৎসব আজ। নেতা চুরির দায়ে জেল খেটে এসেছেন। তৃণমূলের কাছে এরাই গর্ব, এরাই বাঘ। কার এদের সম্পত্তি আছে। সাধারণ, সৎ নেতাদের কোনও গুরুত্ব নেই।”
মঙ্গলবার সকালেই বীরভূমে পৌঁছে যান সকন্যা অনুব্রত। তাঁকে দেখে জয়ধ্বনি দেন অনুগামীরা। অনুব্রতের প্রত্যাবর্তনে নিচুপট্টি এলাকায় তাঁর বাড়ির সেই খাঁ খাঁ ছবি আর নেই। বরং লোকজন থিক থিক করছে। বেড়েছে নিরাপত্তাও। তবে বীরভূমের রাজনীতিতে আগামী দিনে কী ভূমিকা হবে অনুব্রতর, তা দেখার। অনুব্রত যদিও এদিনও জানিয়েছেন, শরীর যদি ভাল থাকে, তিনি মমতার পাশেই আছেন বরাবরের মতোই।
আরও দেখুন