NOW READING:
একুশে জুলাইয়ের মঞ্চে আপনাকে দেখা যাবে ? কী বললেন দিলীপ ঘোষ
July 6, 2025

একুশে জুলাইয়ের মঞ্চে আপনাকে দেখা যাবে ? কী বললেন দিলীপ ঘোষ

একুশে জুলাইয়ের মঞ্চে আপনাকে দেখা যাবে ? কী বললেন দিলীপ ঘোষ
Listen to this article


কলকাতা: অতীতে বহু বিতর্ক। বরফ গলেছিল দিলীপ ঘোষের বিয়েতে। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার পরপরই  দিঘার জগন্নাথ মন্দিরে উদ্বোধনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপের সঙ্গে সাক্ষাৎ ঘিরে ভিডিও প্রকাশ্যে আসে। বলাইবাহুল্য দলের একাংশের নিশানায় পড়েন দিলীপ ঘোষ। এরপর জল গড়িয়েছে অনেকদূর। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে উইকেট পড়ুক, কোনও দলই চায় না। তবুও জল্পনা তুঙ্গে। এদিকে সামনেই তৃণমূলের একুশে জুলাই। তবে কি কোনও বড় ‘চমক’ অপেক্ষা করছে ?  দিলীপ ঘোষের মন্তব্যে জল্পনা বাড়ল আরও।

 

আরও পড়ুন, মৃত্যুর আগে রাত ২ টোয় বের হন ওই নার্স, তখন কোথায় ছিলেন স্বামী ? মহেশতলাকাণ্ডে কাদেরকে সন্দেহের তালিকায় আনতে বললেন প্রাক্তন পুলিশ কর্তা ? ‘এটা খুন..’

প্রশ্ন : বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলছেন, দিলীপ ঘোষ ছিলেন, আছেন, থাকবেন। অথচ আপনি বলছেন ২১ জুলাই বড় একটা চমক। তাহলে কি একুশে জুলাইয়ের মঞ্চে আপনাকে দেখা যাবে ? 

দিলীপ ঘোষ :  একুশে জুলাই একটা হবে নাকি, অনেক মঞ্চ হবে। বিজেপিরও মঞ্চ হবে।

প্রশ্ন : তৃণমূলের মঞ্চে কি আপনাকে দেখা যাবে ?

দিলীপ ঘোষ : দেখা যাক।

প্রশ্ন : বড় কোনও চমক হবে ?

দিলীপ ঘোষ : বিজেপি মানেই চমক।

 



Source link