NOW READING:
Dilip Ghosh: সল্টলেকে শমীক-সাক্ষাতের পরই মেজাজে দিলীপ! হুংকার… ‘নবান্নে আমরাই’…
July 8, 2025

Dilip Ghosh: সল্টলেকে শমীক-সাক্ষাতের পরই মেজাজে দিলীপ! হুংকার… ‘নবান্নে আমরাই’…

Dilip Ghosh: সল্টলেকে শমীক-সাক্ষাতের পরই মেজাজে দিলীপ! হুংকার… ‘নবান্নে আমরাই’…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো:  ভরা বর্ষায় জট কাটল! ‘আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছব’, খোদ রাজ্য সভাপতি শমীক  ভট্টাচার্যের আমন্ত্রণে দীর্ঘদিন পর সল্টলেকে বিজেপি দফতরে দিলীপ ঘোষ। ২১ জুলাইয়ের তীব্র জল্পনার মধ্যেই নতুনকে সংবর্ধনা দিলেন প্রাক্তন। বললেন, ‘আপনি যা আদেশ করবেন,  সব কর্মীরা, দিলীপ ঘোষও পার্টির একজন সাধারণ কর্মী, আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আছি’।

আরও পড়ুন:  Gariahat ITI College: মাথায় মদের বোতল নিয়ে কলেজরুমে মোচ্ছব, উচ্চগ্রামে গান! মনোজিত্‍-ঘনিষ্ঠ সঞ্জয়ের বেলেল্লাপনা ফাঁস…

বিজেপিতে ‘ব্রাত্য’। এবার কি তাহলে তৃণমূলে? এদিন বিজেপি নতুন রাজ্য সভাপতি সাক্ষাতের পর দিলীপ বলেন, ‘যে কর্মসূচি আমার থাকার কথা, সেখানে আমাকে ডাকা হবে। আমি এ রাজ্যের কোন পদাধিকারী নই। সেইজন্য সবদিনে আমাকে থাকতে হবে, এমন তো নয়। সাংগঠনিক কাজ চলছে নির্বাচনে আগে। আমি আমার যে জেলায়  যেখানে আমি পার্টির মেম্বার, আমি যেখানে ভোটার, মেদিনীপুরে, সেখানে আমি বুথে গিয়েছি। বুথের কর্মীদের নিয়ে বৈঠক করেছি। বুথের কর্মীদের নিয়ে বৈঠক করেছি। মেদিনীপুরেই চলছে বেশি। আমি যা খবর পেলাম, সাতশোর বেশি বুথ’।

সল্টলেকে বিজেপি দফতরে প্রায় ১০ মিনিট কথা হয় শমীক-দিলীপের। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, ‘আমি বলেছি, আমি নয়, সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে। সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছব’। দিলীপের কথায়, বিজেপি নিরন্তর এগোচ্ছে। নির্বাচনে কিছু ভালো, কিছু খারাপ রেজাল্ট হয়েছে। কী হয়েছে, কী ব্যাপার, শমীকদার আমার থেকে পুরনো পার্টিতে। আমার যখন পার্টিতে এন্ট্রি হয়, আমি রাজ্যের সাধারণ সম্পাদক হই, তার আগে রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন, বিধায়ক ছিলেন। বিধানসভায় আমাকে ওনার জায়গায় দেওয়া হয়।  আমিও রাজ্য সভাপতি হই, বিধায়ক হই, সাংসদ হই। আমার থেকে সিনিয়র লিডার। পার্টি তরফে কর্মসূচি হবে, আদেশ হবে। আমরা সবাই আছি’।

আরও পড়ুন:  Kasba law College Incident: ‘ভাইস প্রিন্সিপালের সঙ্গে দেখা করার রাস্তা ম্যাঙ্গো, যেন তাঁর PA’, বিস্ফোরক প্রমিতের সহপাঠিনী

ঐক্য়ের বার্তা দিয়েছেন বিজেপির নয়া রাজ্য সভাপতি শমীকও। তিনি বসেন, ‘নিজেদের মধ্য়ে ভুল বোঝাবুঝি হতে পারে। ১৫ দিনের মধ্যে ঐক্যবদ্ধ বিজেপি দেখা যাবে’। সঙ্গে দাবি, ‘নতুন-পুরনো বলে দলে কিছু নেই। যাদের মানুষ চেনে, তারাই বিজেপি। আমাদের এখানে কোনও ভেদাভেদ নেই’।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link