NOW READING:
বহুদিনের পুরনো পাইপ লাইন,  সেগুলো সারানো হয় না, বদল করা হয় না: দিলীপ
March 23, 2025

বহুদিনের পুরনো পাইপ লাইন,  সেগুলো সারানো হয় না, বদল করা হয় না: দিলীপ

বহুদিনের পুরনো পাইপ লাইন,  সেগুলো সারানো হয় না, বদল করা হয় না: দিলীপ
Listen to this article


ABP Ananda Live: ‘বহুদিনের পুরনো পাইপ লাইন,  সেগুলো সারানো হয় না বদল করা হয় না, হঠাৎ মাঝে মাঝে ফাটছে। এইভাবে বহু দুর্ঘটনা ঘটছে। এলাকার মানুষ ভয়ের মধ্যেই রয়েছে, সমস্যার মধ্যে আছে। ব্রিটিশ আমলের লাইন হয়ত সারানোই হয়নি। কেউ খোঁজ করে না’, মন্তব্য দিলীপের।

 

বিচারপতির বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধারকে ঘিরে জোর তরজা। তাঁকে বদনাম করার চেষ্টা হচ্ছে বলে যদিও দাবি করেছেন অভিযুক্ত বিচারপতি। কিন্তু এবার তাঁর বাড়িতে  মজুত টাকার পাহাড়ের ছবি ও ভিডিও সামনে এল। সুপ্রিম কোর্ট তদন্তের যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতেই ওই ছবি ও ভিডিওটি গোটা দেশের সামনে চলে এসেছে। আদালতের অন্তর্তদন্তে যে রিপোর্ট জমা পড়ে, ওই ছবি এবং ভিডিও তারই অংশ বলে জানা গিয়েছে। (Justice Yashwant Varma)

দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে হোলির রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় টাকার পাহাড়ের হদিশ মেলে বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের সময় বিচারপতি যশবন্ত এবং তাঁর পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। আগুন নেভাতে গিয়ে টাকার পাহাড়ের হদিশ পায় দমকল বাহিনীই। গত কয়েক দিন ধরে সেই নিয়ে উত্তাল পরিস্থিতি। বিচারপতি যশবন্ত তাঁকে বদনাম করার চেষ্টা চলছে বলে দাবি করলেও, তাঁর বাড়িতে মজুত টাকার পাহাড়ের ভিডিও সামনে আনল আদালত। (Burnt Cash at Judge’s House)



Source link