NOW READING:
‘তথাগত রায় দলকে কী দিয়েছেন, একটা পঞ্চায়েত জিতেছেন?’ আক্রমণ দিলীপের
May 1, 2025

‘তথাগত রায় দলকে কী দিয়েছেন, একটা পঞ্চায়েত জিতেছেন?’ আক্রমণ দিলীপের

‘তথাগত রায় দলকে কী দিয়েছেন, একটা পঞ্চায়েত জিতেছেন?’ আক্রমণ দিলীপের
Listen to this article


ABP Ananda Live: মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ যাওয়ার পর থেকেই ক্ষুব্ধ বঙ্গ বিজেপির একাংশ। গতকাল এই সাক্ষাতের কয়েক ঘণ্টার মধ্যেই মেদিনীপুরে দিলীপ ঘোষের বিরুদ্ধে ওঠে স্লোগান। মেদিনীপুর শহরে বিজেপি কার্যালয়ের সামনে তাঁর ছবিতে জুতো ঝুলিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। আর এদিন কোলাঘাটে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি নেতা। দিলীপের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এমনকী চা চক্রে গো ব্যাক স্লোগান। ‘তৃণমূলের দালাল’ লেখা পোস্টার দেখা যায়। যদিও এসবে আমল না দিয়ে ফের মর্নিক ওয়াকে স্বমহিমায় জবাব দেন দিলীপ ঘোষ। এদিন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, “বড় বড় কথা কারা বলছেন, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে নেতা হয়েছেন। আরও বড় কথা বলছেন অনেকে, চরিত্রের কথা বলছেন। যাঁরা কালীঘাটে উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছেন। আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে। তাঁরা দিলীপ ঘোষকে চারিত্রিক শংসাপত্র দিচ্ছেন। দিলীপ ঘোষকে ত্যাগী, ভোগী বলছেন। আহাম্মক। মানুষ জানে দিলীপ ঘোষ কী। আমার মন এবং মুখ এক। তাতে যদি কারও কষ্ট হয় কিছু করার নেই। যাঁরা কোনওদিন পার্টির জন্য কিছু করেননি তাঁরা বুঝবেন না, দিলীপ ঘোষ কী, বিজেপি কী।”



Source link