NOW READING:
বিজেপিতে ক্ষোভের পাহাড়, অশোক দিন্দার নিশানায় বিজেপি নেতৃত্বের একাংশ
July 28, 2024

বিজেপিতে ক্ষোভের পাহাড়, অশোক দিন্দার নিশানায় বিজেপি নেতৃত্বের একাংশ

বিজেপিতে ক্ষোভের পাহাড়, অশোক দিন্দার নিশানায় বিজেপি নেতৃত্বের একাংশ
Listen to this article


Ashok Dinda: ভোটে ভরাডুবির পর বিজেপিতে ক্ষোভের পাহাড়। এবার অশোক দিন্দার নিশানায় বিজেপি নেতৃত্বের একাংশ। বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ময়নার বিধায়কের। ‘দলের অনেকেই জেলা সভাপতিকে সম্মান করেন না’। ‘পদ পেয়ে নিজেদের বড় মনে করছেন’। ‘তিনি জানেন না, আজকে আছেন, কালকে নেই’। হলদিয়ায় দলীয় অনুষ্ঠানে মন্তব্য ময়নার বিজেপি বিধায়কের। ‘আমিই সব, যতদিন পদ আছে আমিই লাঠি ঘোরাব, এটা চলবে না’। ‘বিজেপির কিছু পঞ্চায়েত প্রধান ধরাকে সরা জ্ঞান করছেন’। হলদিয়ায় দলীয় অনুষ্ঠানে ক্ষোভপ্রকাশ অশোক দিন্দার। মোদির নীতি আয়োগের বৈঠকে মমতার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ। মাঝপথেই বেরিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী।  বাংলা নিয়ে বঞ্চনার কথা বলতেই মাইক বন্ধ। বিজেপির মুখ্যমন্ত্রীদের বলতে দেওয়া হলেও মাত্র ৫ মিনিট দেওয়ার অভিযোগ মমতার। বক্তব্যের মাঝপথেই মাইক বন্ধ করার অভিযোগ মমতার, খারিজ কেন্দ্রের।  বলতে বাধার অভিযোগে মোদির নীতি বৈঠক থেকে ওয়াকআউট মমতার। মিথ্যে বলতে অজুহাত, পাল্টা নির্মলা সীতারমণ। নাটক-কটাক্ষ বাম-কংগ্রেসের। বাংলার অপমান, পাল্টা তৃণমূল।  মমতা ছাড়া বৈঠকে মোদির নীতি বৈঠকে নেই INDIA জোটের কোনও মুখ্যমন্ত্রী।যোগ দেননি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও।



Source link