NOW READING:
রাশিয়া থেকে রাসায়নিক এনে চক্রান্ত, কিছু হলে সরকার দায়ী, বললেন অর্জুন
November 14, 2024

রাশিয়া থেকে রাসায়নিক এনে চক্রান্ত, কিছু হলে সরকার দায়ী, বললেন অর্জুন

রাশিয়া থেকে রাসায়নিক এনে চক্রান্ত, কিছু হলে সরকার দায়ী, বললেন অর্জুন
Listen to this article


কলকাতা: তৃণমূল নেতাকে খুনের ঘটনায় উত্তপ্ত ভাটপাড়া। আর সেই আবহেই মারাত্মক অভিযোগ তুললেন বিজেপি নেতা অর্জুন সিংহ। তাঁকে খুনের চক্রান্ত চলছে বলে দাবি করলেন। আর্জুনের দাবি, রাশিয়া থেকে রাসায়নিক এনে তাঁকে খুনের চক্রান্ত চলছে। আগামী তিন মাসের জন্য যদি কিছু হয় তাঁর, তার জন্য রাজ্যের এই সরকার দায়ী থাকবে বলেও মন্তব্য করেছেন অর্জুন। (Arjun Singh)

ভাটপাড়া পুরসভায় টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই নিয়ে আজ ভবানীভবনে অর্জুনকে ডেকে পাঠায় রাজ্যের গোয়েন্দা সংস্থা CID. হাইকোর্টের নির্দেশে চার ঘণ্টা অর্জুনকে জিজ্ঞাসাবাদের অনুমতি ছিল CID-র। আর সেই উপলক্ষে ভবানীভবনে পৌঁছেই এমন মারাত্মক অভিযোগ তুললেন অর্জুন। প্রাণহানির আশঙ্কা প্রকাশ করলেন তিনি। (Kolkata News)

ভবানীভবন থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অর্জুন। সেখানে তিনি বলেন, “একটা চক্রান্ত চলছে, দু’জনকে শেষ করে দেওয়ার। শুভেন্দু অধিকারী আর অর্জুন সিংহকে। নানা রকম গল্প আছে। কেন্দ্রীয় বাহিনী আমাদের ঘিরে রাখে, তাই সুযোগ পায় না। এই জন্য রাশিয়া থেকে একটা রাসায়নিক আনিয়ে বড় ঘটনা ঘটানোর চেষ্টা চসছে। তাই আগাম সতর্কতা নিয়ে চলছি। ছ’মাসের মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যদি মারা যাই, এইসরকার পুরোপুরি দায়ী থাকবে।”

আর্জুন স্পষ্ট ভাবে বলেন, “এসব রাজ্যের এজেন্সিই করে। যাঁরা সরকার চালাচ্ছেন, তাঁরাই নেপথ্যে থাকবেন। আমি ডাক্তারি পরীক্ষা করাব। এমন কিছু ছিল কি না। যেখানে বসেছিলাম, ছবি তুলে দিতে বললাম। ওঁরা বললেন দিতে পারবে না। আমি আদালতকে বলব ভিডিও দিতে। বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি বলেই বলছি। শুধুমাত্র আশঙ্কা নয়।” তাঁকে এবং শুভেন্দুকে লক্ষ্য় করে প্রাণঘাতী রাসায়নিক ছোড়া হতে পারেও বলেও অভিযোগ করেছেন অর্জুন। আজ ভবানীভবনে তিনি কিছু খাননি, পান করেননি, নিজের জলের বোতলও নিয়ে গিয়েছিলেন।

এদিন পুরসভা দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরেন অর্জুন। তাঁর দাবি, যা যা জানতে চেয়েছেন রাজ্যের গোয়েন্দারা, সব প্রশ্নের উত্তর দিয়েছেন। একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে বার বার জিজ্ঞেস করা হয়েছে। এখানে ওখানে সই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। অর্জুনেরক দাবি, পুরসভার চেয়ারম্যানের কাজ একেবারে সীমিত। টেন্ডারের জন্য় কমিটি রয়েছে, তারাই সব দেখে। সিআইসি-র মিটিংয়ের পর বোর্ড মিটিংয়ে টেন্ডার পাস হয়। প্রত্যেক নয়ার হিসেব থাকে। তাই বিনা কারণে তাঁকে হেনস্থা করা হচ্ছে, তিনি রাজনীতির শিকার হচ্ছেন বলে দাবি করেন অর্জুন। ৪০০ কোটি বলে না হয় কথা ছিল, ৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগে মান-সম্মানও রইল না বলে মন্তব্য করেন তিনি।

দুর্নীতির প্রশ্নে অর্জুনের দাবি, তিনি এসবের কিছুই জানেন না। যে কোনও সংস্থাই টেন্ডার পেতে পারে। তাঁর কোনও কমিশন নেওয়ার প্রয়োজন পড়ে না। বিজেপি-তে থাকার সময় মামলা হয়েছিল। তারপ পর যখন তৃণমূলে গেলেন, ‘গুড বয়’ হয়ে গিয়েছিলেন জোড়াফুল নেতৃত্বের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁকে ‘ভাল ছেলে’ বলেছিলেন। এখন আবার বিজেপি-তে যাওয়ায় তিনি খারাপ হয়ে গিয়েছেন বলে দাবি করেছেন অর্জুন।

আরও দেখুন



Source link