জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নৃশংস খুন বিজেপি নেতাকে। বাড়ির সামনেই গুলিবিদ্ধ করে খুন করা হয় ব্যবসায়ী-বিজেপি নেতাকে। জানা গিয়েছে, বিহারের বিজেপি নেতা গোপাল খেমকাকে গুলি করে খুন করা হয়।
কীভাবে, কখন খুন করা হয়?
ঘটনাটি ঘটে, পটনার গান্ধী ময়দান থানার এলাকার পনাশ হোটেলের কাছে। ওই রাস্তা দিয়ে গোপাল খেমকা বাড়ি ফিরছিলেন বলেই পুলিস জানিয়েছেন। বিজেপি নেতা ‘টুইন টাওয়ার’ সোসাইটি-র বাসিন্দা ছিলেন, যা হোটেলের ঠিক পাশেই অবস্থিত। গাড়ি থেকে নামার সময় অভিযুক্ত তাকে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: পারিবারিক শান্তি কর্কটের, আত্মবিশ্বাস নিয়ে এগোলে উন্নতির চূড়ায় মকর…
পুলিসের বক্তব্য:
পুলিস আরও জানা গিয়েছে, বিজেপি নেতা ঘটনাস্থলেই মারা যান। পুলিস ঘটনাস্থল থেকে একটি গুলি ও সেল উদ্ধার করেছে। সিটি এসপি সেন্ট্রাল, দীক্ষা জানান, ৪ জুলাই রাত প্রায় ১১টায় গান্ধী ময়দান দক্ষিণ এলাকা থেকে তথ্য আসে যে ব্যবসায়ী গোপাল খেমকা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিস হাসপাতালে ও ঘটনাস্থলে যায়। এলাকাটি সিল করা হয়েছে। তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। খুনের পিছনের আসল মোটিভ এখনও জানা যায়নি।
গোপাল খেমকার ভাই:
গোপাল খেমকার ভাই শঙ্কর পুলিসের গাফিলতির অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছে, ঘটনাস্থলে পুলিস প্রায় তিন ঘণ্টা পর পৌঁছায়। গোপাল খেমকা ব্যাংকিপুর ক্লাবের ডিরেক্টর ছিলেন। রাতের বেলা তিনি বাড়ি ফিরছিলেন। রাত ১১.৪০ নাগাদ যখন তিনি গাড়ি থেকে নামছিলেন, সেই সময় দুষ্কৃতিরা তার উপর গুলি চালায়। শঙ্কর আরও দাবি করেন, পুলিল ঘটনাস্থলে রাত ২:৩০টের সময় আসে।
কে এই গোপাল খেমকা?
বিহারের হেভিওয়েট ব্যবসায়ী ও সমাজসেবী ছিলেন গোপাল খেমকা। ছয় বছর আগে তার ছেলে গুঞ্জন খেমকাকেও একইভাবে খুন করা হয়েছিল। ২০১৮ সালে গুঞ্জনতে তুলোর কারখানার সামনে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়। গুঞ্জন খেমকা, যিনি বিজেপির ছোট শিল্প সেলের রাজ্য সমন্বয়ক ছিলেন, তাঁর গাড়ি থেকে নামার সময় এক অজ্ঞাত পরিচয় বাইক আরোহী তাঁকে গুলি করে খুন করে।
রাজনৈতিক ক্ষোভ:
বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি থাকায়, এই ঘটনা তুমুল রাজনৈতিক ক্ষোভের জন্ম দিয়েছে। সাংসদ পাপ্পু যাদব নীতীশ কুমার সরকারের সুশাসনের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। এনডিএ সরকারের সমালোচনা করে আরজেডি নেতা ঋষি মিশ্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘আমাদের বুঝতে হবে যে (নীতীশ) সরকার তার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী জ্ঞান হারিয়েছেন।’
আরও পড়ুন:Breaking News LIVE Update: দীঘায় উলটো রথের মহোত্সব! ১০০০০ ভক্তের জন্য অন্নভোগের আয়োজন…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)