কলকাতা: নবান্ন অভিযান আটকাতে পুলিশি অত্যাচারের অভিযোগে লালবাজার অভিযান বিজেপির। লালবাজারের সামনে ধর্নায় সুকান্ত মজুমদাররা। উপস্থিত বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্য়ায়।
দুপুর ২টা থেকে ক্রমশ উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। ছাত্র সমাজের নবান্ন অভিযানে যাদের ধরা হয়েছে তাঁদের ছেড়ে দেওয়ার দাবিতে লালবাজার অভিযান বিজেপির। পুলিশরে ব্য়ারিকেড উপরে লালবাজারের দিকে যেতে চাইছেন আন্দোলনকারীরা। যে কোনও ভাবে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিজেপির সমর্থকরা। বিপুল সংখ্য়ক বিজেপি কর্মী এসে উপস্থিত হয়েছেন। লালবাজারের সামনে এখন অগ্নিগর্ভ পরিস্থিতি।
বিক্ষোভ সামলাতে লালবাজার থেকে আরও বাহিনী আসছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে বাড়ানো হচ্ছে পুলিশকর্মীর সংখ্যা। পরিস্থিতি সামলাতে ছোড়া হয়েছে কাঁদানে গ্যাস। ধোঁয়ায় ঢেকেছে এলাকা। ধোঁয়ার জেরে এলাকা থেকে পিছিয়ে যান বিজেপি কর্মীরা। সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়েছেন।
বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, রণক্ষেত্র তৈরি করতে চায়নি বিজেপি, শান্তিপূর্ণ ভাবে বসে বিক্ষোভ দেখানো হচ্ছিল। কিন্তু পুলিশই অত্যাচার করেছে বলে অভিযোগ অনির্বাণ গঙ্গোপাধ্য়ায়ের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক বিজেপির
আরও দেখুন