নন্দীগ্রাম: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসক খুনের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য। এর মাঝেই তৃণমূল কংগ্রেসের (TMC) সমর্থক একজন গৃহবধূকে মারধর ও বিবস্ত্র করে নির্যাতন করার অভিযোগে গ্রেফতার হল বিজেপির (BJP) বুথ সভাপতি। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে (Nandigram)। রবিবার এই ঘটনার প্রতিবাদ জানাতে নন্দীগ্রাম যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল।
আরও পড়ুন: Suvendu On RG Kar Attack: অদক্ষ পুলিশ কর্মীদের নিরাপত্তার দায়িত্বে কেন রাখা হয়েছিল? RG করে হামলা নিয়ে প্রশ্ন শুভেন্দুর
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ অগাস্ট পারিবারিক বিবাদের জেরে প্রতিবেশী তৃণমূল কংগ্রেসের সমর্থকের বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে মারধর করার অভিযোগ ওঠে নন্দীগ্রামের গোকুলনগরের বাসিন্দ বিজেপির স্থানীয় বুথ সভাপতি শম্ভু দাস ও তার সঙ্গীদের বিরুদ্ধে। এই ঘটনার পরে নন্দীগ্রাম থানায় হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্রান্ত মহিলা। গতকাল তা প্রত্যাহারের জন্য ফের তাঁর বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ ওঠে গতদিনের হামলাকারীদের বিরুদ্ধে। তাদের কথা শুনে ওই মহিলা অভিযোগ প্রত্যাহার করতে রাজি হননি। এর জেরে তাঁকে বিবস্ত্র করে ৩০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ। সেই সঙ্গে তাঁকে বেধড়ক মারধর করার পাশাপাশি মুখে প্রস্রাব করার হুমকি দেওয়া হল বলেও অভিযোগ।
আরও পড়ুন: Shantanu Sen: পুরসভা থেকে সরানো হল শান্তনু সেনের নেমপ্লেট! RG Kar নিয়ে মুখ খোলার জের?
এই ঘটনার পর ফের আক্রান্ত মহিলা অভিযোগ জানাতেই শনিবার বিজেপির স্থানীয় বুথ সভাপতি শম্ভু দাসকে গ্রেফতার করে নন্দীগ্রাম থানার পুলিশ। তবে বাকি অভিযুক্তরা এখনও ধরা পড়েনি বলেই খবর পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকায়। বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, পারিবারিক বিবাদের জেরে হওয়া গণ্ডগোলকে রাজনৈতিক রং দিয়ে বিষয়টি নিয়ে জলঘোলা করতে চাইছে ঘাসফুল শিবির। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনা থেকে মুখ ঘোরানোর জন্যই এই অপচেষ্টা তাদের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: RG Kar Medical Student Death Case: RG কর কাণ্ডের জের, নাইট ডিউটিতে মহিলাদের নিরাপত্তায় জোর, ‘রাতের সাথী’ প্রকল্প আনল রাজ্য
আরও দেখুন