কলকাতা: পাখির চোখ ছাব্বিশের ভোট, ফের মোদিকে রাজ্য়ে আনতে চায় বঙ্গ বিজেপি। জুন-জুলাইয়ের মধ্যেই প্রধানমন্ত্রীকে রাজ্যে আনতে আগ্রহী রাজ্য বিজেপি। ঘর গোছাতে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের নেতৃত্বে বঙ্গ বিজেপির বৈঠক।
আরও পড়ুন, এখনও ICU-তে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ‘গুরুতর অসুস্থ’ প্রাক্তন বিচারপতি, এল টেস্টের রিপোর্ট
জুন-জুলাইয়ের মধ্য়ে সংগঠনের কাজকর্ম গুছিয়ে নিতে তৎপর গেরুয়া শিবির।একাধিক জেলায় এখনও জেলা সভাপতি দিতে পারেনি গেরুয়া শিবির। সংগঠনিক নানা বিষয়ে আলোচনা বিজেপির বৈঠকে । বৈঠকে রয়েছেন সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী, অমিত মালব্য, মঙ্গল পান্ডে। রয়েছেন রাজ্য বিজেপির নেতানেত্রীরাও।