<p><strong>ভাস্কর মুখোপাধ্যায়, সিউড়ি :</strong> মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। চলছে কর্মবিরতি। পাশাপাশি, আজ রাজ্যজুড়ে ৮ ঘণ্টা আউটডোরে কর্মবিরতির ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি-বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। রাজ্যের অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের মতোই আন্দোলনে শামিল হয়েছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। আউটডোর পরিষেবা বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছেন সেখানকার চিকিৎসকেরা। </p>
<p>তাঁদের তরফ থেকে জানানো হয়েছে, আরজি করে যে ঘটনা ঘটেছে তার নিন্দা যেমন তাঁরা করছেন ঠিক সেই রকমই যেন এই ধরনের ঘটনা আর না ঘটে তার ব্যবস্থা করতে হবে সরকারকে। এরই পরিপ্রেক্ষিতে তাঁরা এই ঘটনার প্রতিবাদ জানানোর জন্য বুধবার সকাল থেকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রেখেছেন। এছাড়াও যে সকল প্রাইভেট চেম্বার রয়েছে সমস্ত চেম্বার সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়। তবে হাসপাতালের এমার্জেন্সি পরিষেবা এবং মেডিসিন ইউনিট চালু রাখা হয়েছে, যাতে রোগীদের কোন অসুবিধ না হয়। </p>
<p>এই পরিস্থিতিতে আউটডোর বন্ধ থাকলেও, অন্যান্য দিনের মতোই এদিনও অনেক রোগী এসেছিলেন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। কিন্তু রোগীদের কাছে হাত জোড় করে চিকিৎসকদের অনুরোধ করতে দেখা যায়। যাতে তাঁরা চলে যান।</p>
<p>এদিকে RG কর হাসপাতালে সকাল ৯টায় কাউন্টার খোলা হলেও টিকিট দেওয়া শুরু হয়নি। চিকিৎসককে দেখানো যাবে, নাকি ফিরে যেতে হবে, তা নিয়ে দোলাচলে রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনেরা। </p>
<p>অন্যদিকে, মন ভাল করা ছবি ধরা পড়ল NRS-এ। আগে দরকার চিকিৎসকদের সুরক্ষা। অভিযুক্তদের সবাইকে গ্রেফতার করতে হবে। এই দাবিতে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ালেন রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনেরা। এদিন NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকিট ইস্যু হলেও, বন্ধ ছিল আউটডোর পরিষেবা। আগামীকাল স্বাধীনতা দিবসের ছুটি। কবে আউটডোর খুলবে, তা জানা নেই। হয়রানি সত্ত্বেও এই প্রতিবাদে চিকিৎসকদের পাশেই আছেন রোগীরা।</p>
<p>আজই রাজ্যের মহিলাদের রাতজাগা, রাজপথ দখল। RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এবার স্বাধীনতার আগের দিন মাঝরাতে নারী-স্বাধীনতার ডাক দেওয়া হয়েছে। অরাজনৈতিক জমায়েতের ডাক দেওয়া হয়েছে। কলকাতা থেকে জেলা, রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত ১১টা ৫৫ মিনিটে রাস্তায় নেমে প্রতিবাদ জানাবেন মহিলারা।</p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।</em></strong><strong><em> </em></strong><a href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" rel="nofollow"><strong><em>যুক্ত হোন </em></strong><strong><em>ABP Ananda </em></strong><strong><em>হোয়াটস অ্যাপ চ্যানেলে।</em></strong></a></p>
Source link
চলছে কর্মবিরতি, সিউড়িতে হাতজোড় করে রোগীদের চলে যেতে অনুরোধ চিকিৎসকদের !
Read Time:4 Minute, 50 Second