ভাস্কর মুখোপাধ্যায়, রামপুরহাট : রামপুরহাটে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক। তেলঙ্গানা থেকে ঝাড়খণ্ড নিয়ে যাওয়ার পথে রামপুরহাটের মনসুবা মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়কে ট্রাক আটকায় পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ৩২০ ব্যাগ অ্যামোনিয়াম নাইট্রেট। মোট ১৬ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ট্রাকের চালক-খালাসি-সহ ৩ জনকে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ। তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক বেআইনিভাবে ঝাড়খণ্ডের দেওঘরে পাচার করা হচ্ছিল। ব্যাগের ওপর ব্যাচ নম্বর মুছে ফেলা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। কী কারণে এত পরিমাণ বিস্ফোরক আনা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
কী ঘটনা ?
গতকাল রাত থেকেই বীরভূমের কাঁকড়তলার জামালপুরে বেআইনি বালি খাদানের টাকার ভাগ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় ২ জন আহত হয়েছেন। ৯ জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। এই আবহেই এবার জেলায় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হল বীরভূমের রামপুরহাটে। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, উদ্ধার হওয়া অ্যামোনিয়াম নাইট্রেটের পরিমাণ প্রায় ১৬ হাজার কেজি।
সোমবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে, তেলঙ্গানা থেকে ঝাড়খণ্ড নিয়ে যাওয়ার পথে রামপুরহাটের মনসুবা মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাক আটকায় পুলিশ। তা থেকেই বাজেয়াপ্ত করা হয় ৩২০ ব্যাগ অ্যামোনিয়াম নাইট্রেট। পুলিশ সূত্রে খবর, তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলা থেকে বিপুল পরিমাণ ওই বিস্ফোরক বেআইনিভাবে ঝাড়খণ্ডের দেওঘরে পাচার করা হচ্ছিল। ব্যাগের ওপর ব্যাচ নম্বর মুছে ফেলা হয়েছিল।
ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। বীরভূম সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা বলেন, “পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন এদেরকে এখনও ছেড়ে রেখেছে। আমি আপনাদের মাধ্যমে দাবি করব, কেন্দ্রীয় এজেন্সি NIA-কে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এই যে আজকের এই ঘটনা, এই ঘটনার বৃহত্তর ষড়যন্ত্র আছে। এবং এর সঙ্গে আন্তর্জাতিক চক্র যুক্ত আছে বলে আমার মনে হচ্ছে। “
পাল্টা বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে রাজ্যের শাসক দল। বীরভূম তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্য়ায় বলেন, “পুলিশ সক্রিয় আছে বলে, প্রশাসন সক্রিয় আছে বলে প্রায়ই দেখবেন মাঝে মাঝে এগুলো ধরা পড়ে। এবং পুলিশ তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়। এ ব্যাপারে বিজেপির বলা সাজে না। প্রায়ই যে ট্রাকগুলো ধরা পড়ছে সেগুলো সবই ঝাড়খণ্ড থেকে আসছে। এবং সেখানে বিজেপিরই লোকজন জড়িত আছে বলে আমাদের কাছে খবর আছে।”
আরও দেখুন