<p>ABP Ananda Live: বীরভূমের রামপুরহাট থানা এলাকা থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার। ঝাড়খন্ড সংলগ্ন হস্তিকান্দা গ্রাম থেকে ২০ হাজার পিস ডিটোনেটর উদ্ধার। </p>
<p> </p>
<p>কেন্দ্র এতে কোনও সাহায্য করেনি, রাজ্য কোনও খামতি রাখেনি, গঙ্গাসাগর মেলা নিয়ে মমতা:</p>
<p>এদিকে, ‘গঙ্গাসাগর মেলা উপলক্ষে মুড়িগঙ্গায় ড্রেজিং, বাড়ানো হচ্ছে গভীরতা। এতে ২০ ঘণ্টা পর্যন্ত লঞ্চে লোক যাতায়াত করতে পারবে। মেলা উপলক্ষে ২ হাজার ২৫০টি বাসের ব্যবস্থা। গঙ্গাসাগর মেলায় বার্জ, ভেসেল, লঞ্চে জিপিএস ট্র্যাকিং সিস্টেম। মেডিক্যাল এমার্জেন্সির জন্য থাকবে কপ্টার অ্যাম্বুল্যান্স। গঙ্গাসাগরে থাকছে ৩টি স্থায়ী হেলিপ্যাড। আমাদের লক্ষ্য প্লাস্টিকবর্জিত গ্রিন গঙ্গাসাগর মেলা, এটা অভিনব, কেন্দ্র এতে কোনও সাহায্য করেনি। কাল থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা’। কোনও দুর্ঘটনা হলে ৫ লক্ষ টাকার বিমা করা আছে’, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। </p>
<p> </p>
Source link
রামপুরহাট থানা এলাকা থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার
