NOW READING:
২ দিনের মাথায় সিদ্ধান্ত বদল! পুরনো সিদ্ধান্তে ফিরছে বিশ্বভারতী
March 22, 2025

২ দিনের মাথায় সিদ্ধান্ত বদল! পুরনো সিদ্ধান্তে ফিরছে বিশ্বভারতী

২ দিনের মাথায় সিদ্ধান্ত বদল! পুরনো সিদ্ধান্তে ফিরছে বিশ্বভারতী
Listen to this article



<p>ABP Ananda Live: ২ দিনের মাথায় সিদ্ধান্ত বদল বিশ্বভারতী প্রাঙ্গণে বন্ধ হচ্ছে সাধারণ মানুষ ও পর্যটকদের প্রবেশ রবীন্দ্র ভবন ছাড়া আর কোথাও ঢুকতে পারবেন না সাধারণ মানুষ, বিজ্ঞপ্তি জারি করে জানাল বিশ্বভারতী কর্তৃপক্ষ। ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় নাম রয়েছে বিশ্বভারতীর, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। ভবিষ্যতে বিশ্বভারতী প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া যায় কি না, তা নিয়ে পরে সিদ্ধান্ত।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;একদা নির্বাচনী কেন্দ্রে গিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন দিলীপ ঘোষ। স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে ‘ঘেউ ঘেউ’,&nbsp; ‘কুকুর’, এমন বিতর্কিত শব্দ প্রয়োগ করতে শোনা যায় বিজেপি-র প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতিকে। সেই নিয়ে বিতর্কের মুখে পড়লেও, এখনও নিজের অবস্থানে অনড় দিলীপ। এবার মারধরের হুঁশিয়ারিও শোনা গেল তাঁর মুখে। (Dilip Ghosh)</p>
<p>গতকালের বিতর্ক মেটেনি এখনও পর্যন্ত। সেই আবহেই শনিবার সকালে ফের বিতর্কিত মন্তব্য শোনা গেল দিলীপের মুখে। তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বললেন, "কাল থেকে শুরু করেছি। বাড়িতে ঢুকে মারব, না হলে, বাড়ি থেকে টেনে নিয়ে এসে চৌরাস্তায় মারব।" মেজাজ হারিয়ে একথা বলছেন না, মেজাজ ঠিক রেখেই বলছেন বলে ঘোষণা করলেন। গতকালের মন্তব্যের জন্য অনুতাপ নয়, দিলীপ বললেন, "যা বলেছি, ঠিক বলেছি।" (West Bengal BJP)</p>



Source link