<p><strong>ভাস্কর মুখোপাধ্যায়,বীরভূম:</strong> বিশ্বভারতীর ক্যাম্পাসের পাশেই লালবাঁধ দীঘিতে জলে ভাসছে একটি দেহ! মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা শান্তিনিকেতন জুড়ে।</p>
<p>[yt]https://youtu.be/AdqaHGb_gtM?feature=shared[/yt]</p>
<p>আরও পড়ুন, <a title="’কোনও যুদ্ধই হয়নি, দু-একটা মিসাইল ওদিকে গিয়েছে, কোথায় জঙ্গিঘাটি ধ্বংস ?’ ; কেন্দ্রের কাছে ‘প্রমাণ’ চাইলেন সৌগত রায়" href="https://bengali.abplive.com/district/india-pakistan-conflict-tmc-mp-sougata-roy-claims-bjp-modi-government-should-proved-where-the-pakistani-drone-arms-are-destroy-by-indian-army-1135314" target="_self">’কোনও যুদ্ধই হয়নি, দু-একটা মিসাইল ওদিকে গিয়েছে, কোথায় জঙ্গিঘাটি ধ্বংস ?’ ; কেন্দ্রের কাছে ‘প্রমাণ’ চাইলেন সৌগত রায়</a></p>
<p>স্থানীয় বাসিন্দারা জমায়েত করে। খবর দেওয় হয় শান্তিনিকেতন থানার পুলিশকে। প্রস্তুতি শুরু হয় দেহ তোলার। টানটান উত্তেজনা মধ্যেই জল থেকে তোলা হয় দেহ। কিন্তু পুলিশ দেখেই মৃত হয়ে গেল জীবিত। সে নিজেই পায়ে হেঁটে উঠলো পুলিশের গাড়িতে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।যুবকের নাম শম্ভু হেমব্রম। বাড়ি শান্তিনিকেতনের বাগানপাড়া। স্থানীয়দের অভিযোগ, বুধবার সকাল থেকে লালবাঁধ দীঘিতে একটি দেহ ভাঁসতে দেখে স্থানীয়রা। কাছে এসে দেখে দেহ সাদা হয়ে গিয়েছে। শুধু মুখটা জলের বাইরে রয়েছে।</p>
<p>সম্প্রতি উত্তর দিনাজপুরের ইসলামপুরে ভুট্টা ক্ষেতের মধ্যে পড়ে থাকা ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয়েছিল অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, মৃতদেহে আঘাতের কোনও চিহ্ন মেলেনি। মামলা রুজু করে তদন্ত শুরু করে হয় বলে জানিয়েছে ইসলামপুর পুলিশ জেলার SP। কুমোরটুলি,ঘোলার কল্যাণী এক্সপ্রেসওয়ে,বাগুইআটির পর,এবার উত্তর দিনাজপুরের ইসলামপুর,আড়াই মাসে চতুর্থবার।ফের ট্রলি ব্য়াগ থেকে উদ্ধার হয়েছিল মৃতদেহ!ঘটনাকে ঘিরে সাতসকালে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল ইসলামপুরের সোনাখোদা – জামালবাড়ি রোড এলাকায়।ভুট্টা ক্ষেতের মধ্যে পড়ে থাকা ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয়েছিল অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ।সকালে নিজের জমির পাশ দিয়েই বাজারে যাচ্ছিলেন দিলীপ পাল নামে এক ব্যক্তি। তখনই ভুট্টা ক্ষেতে এই লাল ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখেছিলেন তিনি।<br /> <br /> ইসলামপুরের এক বাসিন্দা দিলীপ পাল বলেন, আমি দেখলাম স্যুটকেস পড়েছিল। স্যুটকেসের ওপরে চেরা ছিল। লাথি মেরে দেখলাম ওজন ছিল। লাল রঙের (স্যুটকেস), দেখে আমি বাজারে চলে গেলাম, ইসলামপুর, ফিরে এসে শুনলাম আমাদের জমিতে একটা স্যুটকেস পাওয়া গিয়েছে, মৃতদেহ পাওয়া গিয়েছে। এরপর বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দাও এই ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় ইসলামপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে ব্যাগ খুলতেই হাড়হিম করা ছবি নজরে আসে সকলের। ট্রলি ব্যাগের মধ্য ছিল অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, মৃতদেহে আঘাতের কোনও চিহ্ন মেলে ইসলামপুর পুলিশ জেলার SP জানিয়েছিলেন, মৃতের পরিচয় জানার চেষ্টা চালানো হয়েছিল। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তের কাজ শুরু করা হয়েছিল। কিন্তু, নিহত ব্যক্তি কোথাকার বাসিন্দা? কেন তাঁকে খুন করা হয়েছিল? খতিয়ে দেখেছিল পুলিশ।</p>
Source link
দীঘিতে ভাসছে দেহ, জল থেকে তুলতেই পুলিশ দেখল হেঁটে গাড়িতে উঠল সে ! রহস্যজনক ঘটনা বীরভূমে
