# Tags
#Blog

‘ইটের জবাব পাটকেলে আমায় দিতেই হবে’ এবার হুঁশিয়ারি কাজল শেখের; কীসের ইঙ্গিত তৃণমূল নেতার?

‘ইটের জবাব পাটকেলে আমায় দিতেই হবে’ এবার হুঁশিয়ারি কাজল শেখের; কীসের ইঙ্গিত তৃণমূল নেতার?
Listen to this article



<p><strong>ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম:&nbsp;</strong> বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের মুখে শোনা গেল হুঁশিয়ারি। সম্প্রতি পঞ্চদশ অর্থ কমিশনের রিপোর্টে অবনমন হয়েছে বীরভূম জেলা পরিষদের। যা নিয়ে মুখ খুলেছিলেন অনুব্রত মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠরা। এই আবহে কার উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন কাজল শেখ? তুঙ্গে জল্পনা।&nbsp;</p>
<p>কার উদ্দেশে হুঁশিয়ারি দিলেন বীরভূমের তৃণমূল নেতা ও জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ? নাম না করে কি নিশানা করলেন অনুব্রত মণ্ডল ও তাঁর অনুগামীদের? তা নিয়ে এখন তুঙ্গে জল্পনা। সম্প্রতি পঞ্চদশ অর্থ কমিশনের রিপোর্টে দেখা গেছে, টাকা খরচের নিরিখে তৃতীয় থেকে একাদশে নেমে এসেছে বীরভূম জেলা পরিষদ। আর এই জেলা পরিষদেরই সভাধিপতি কাজল শেখ। এর আগে একাধিকবার কেন্দ্রীয় সরকারের তরফে পুরস্কার পেয়েছে বীরভূম জেলা পরিষদ। কিন্তু <br />একবছরের মধ্যে এই অবনমনের কারণ ঘিরে শুরু হয়ে যায় কাটাছেঁড়া। অনুব্রত মণ্ডল বলেন, "বীরভূম জেলা পরিষদ পশ্চিমবঙ্গে এক নং এই ছিল। চার চারবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে ছিল। ১১নং এই নেমে এসেছে এটা দুঃখের বিষয়।” গত ২ বারের জেলা সভাধিপতি বিভাস রায়চৌধুরীর বক্তব্যে ইঙ্গিতপূর্ণভাবে উঠে আসে টিম ওয়ার্কের কথা। তিনি বলেন, "পঞ্চাশ শতাংশ কাজ হয়নি এটা অভিপ্রেত নয়। অনুব্রত মন্ডলের প্রচেষ্টায় বীরভূম টিম, জেলা পরিষদের টিম নিয়ে কাজ করেছি। এখন সেই টিম নেই।”<strong><br /><br /></strong>এই প্রেক্ষাপটে মুখ খুললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, যিনি অনুব্রত-বিরোধী বলেই পরিচিত। কাজল শেখ বলেন, "প্রথম যখন তৃণমূল কংগ্রেস দল গঠন হল ১৯৯৮ সালে। প্রথম সভাপতি কে ছিল? দ্বিতীয় সভাপতি কে ছিল? তৃতীয় সভাপতি কে ছিল? চতুর্থ সভাপতি কে হল? আমার মুখটা না খোলালেই ভাল হয়। আমি সবাইকে বলব সংযত থাকার জন্য। কারণ দল আমাদের সবসময়ের জন্য বলে যে সংযত থাকার জন্য। অভ্যন্তরীণ বিষয়গুলো অভ্যন্তরীণ আলোচনা করাই সঠিক।”<strong><u><br /></u></strong><strong><br /></strong>বীরভূমের রাজনীতিতে অনুব্রত-কাজলের দ্বন্দ্ব নতুন নয়। ২ বছরেরও বেশি সময় তিহাড়ে বন্দি থাকার পর অনুব্রত মণ্ডল ফিরতেই ফের মাথাচাড়া দেয় সংঘাত। এরই মধ্যেই জয়দেব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে <a title="অনুব্রত মণ্ডল" href="https://bengali.abplive.com/topic/anubrata-mandal" data-type="interlinkingkeywords">অনুব্রত মণ্ডল</a>ের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় কাজল শেখকে। এবার আবার নাম না করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় শোনা গেল কাজল শেখের মুখে। তিনি বলেন, "কাউকে প্রণাম করার অর্থ এটা নয়, মাথা নত করা। প্রণাম করার অর্থ হচ্ছে তাঁকে সম্মান দেওয়া। এবার যদি কেউ সম্মান নিতে না চায় তাহলে ভাই আমার তো কিছু করার নেই। তখন তো ইটের জবাব পাটকেলে আমায় দিতেই হবে। সেটাই চলছে।”</p>
<p><strong>আরও পড়ুন: <a title="Deucha Pachami: মুখ্য়মন্ত্রীর ঘোষণার পরই তৎপরতা, দেউচা পাঁচামিতে শুরু কয়লাখনির কাজ" href="https://bengali.abplive.com/district/deucha-pachami-coal-block-action-immediately-after-the-chief-minister-s-announcement-1119177" target="_self">Deucha Pachami: মুখ্য়মন্ত্রীর ঘোষণার পরই তৎপরতা, দেউচা পাঁচামিতে শুরু কয়লাখনির কাজ</a></strong></p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal