NOW READING:
চকোলেট কিনতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা, সিউড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ
January 22, 2025

চকোলেট কিনতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা, সিউড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

Listen to this article



<p><strong>ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম:</strong> আর জি কর কাণ্ডের রায় নিয়ে তোলপাড়ের আবহে সিউড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত ব্যবসায়ী পলাতক। তাঁর দাদাকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ।&nbsp;</p>
<p><strong>নাবালিকাকে ধর্ষণের অভিযোগ:</strong> এবার বীরভূমের সিউড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত ব্যবসায়ী পলাতক। তাঁর দাদাকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে দোকানে চকোলেট কিনতে যায় নাবালিকা। অভিযোগ, মুদিখানার মালিক তাকে দোকানে ঢুকিয়ে ধর্ষণ করে। স্থানীয় সূত্রে খবর, দোকান থেকে বেরিয়ে নাবালিকাকে কাঁদতে দেখেন প্রতিবেশীরা। বাড়ি ফিরে নাবালিকা তার পরিবারকে বিষয়টি জানায়। অভিযুক্ত দোকান মালিক প্রদীপ কীর্তনীয়া পলাতক। তাঁর দাদাকে আটক করেছে পুলিশ। ঘটনার পর অভিযুক্তর দোকানে ভাঙচুর চালান স্থানীয়রা। গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।&nbsp;</p>
<p><strong>আরও পড়ুন: <a title="North 24 Parganas: মত্ত অবস্থায় প্রতিবেশী মহিলাকে ধরে মারধর, অপমানে মর্মান্তিক পদক্ষেপ গৃহবধূর" href="https://bengali.abplive.com/district/north-24-parganas-new-barrackpore-woman-death-due-to-chaos-between-tow-family-1116597" target="_self">North 24 Parganas: মত্ত অবস্থায় প্রতিবেশী মহিলাকে ধরে মারধর, অপমানে মর্মান্তিক পদক্ষেপ গৃহবধূর</a></strong></p>



Source link

TAGS: