<p>ABP Ananda Live: আর জি কর কাণ্ডের রায় নিয়ে তোলপাড়ের আবহে সিউড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত ব্যবসায়ী পলাতক, তাঁর দাদাকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে দোকানে চকোলেট কিনতে যায় নাবালিকা। অভিযোগ, মুদিখানার মালিক তাকে দোকানে ঢুকিয়ে ধর্ষণ করে। স্থানীয় সূত্রে খবর, দোকান থেকে বেরিয়ে নাবালিকাকে কাঁদতে দেখেন প্রতিবেশীরা। বাড়ি ফিরে নাবালিকা তার পরিবারকে বিষয়টি জানায়। ঘটনার পর অভিযুক্তর দোকানে ভাঙচুর চালান স্থানীয়রা। গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। </p>
<p> </p>
<p><strong>বাঘাযতীনের পর ট্যাংরা, এবার বহুতলের ঘাড়ে হেলে পড়ল বহুতল<br /></strong></p>
<p>গার্ডেনরিচ থেকে বাঘাযতীন, ট্যাংরা, কামারহাটি, দিকে দিকে যেন তাসের ঘর! একের পর এক বাড়ি হেলে যাচ্ছে। আবার শহর কলকাতায় হেলে পড়ল বহুতল। </p>
<p>বাঘাযতীনের ঘটনায় ঘুম উড়েছিল কলকাতাবাসীর। ছাদহারা হয়েছে একাধিক পরিবার। বিপদের আঁচ করে আকাশের নীচে রাত কাটিয়েছেন আশেপাশের বাড়ির বাসিন্দারা। প্রশাসন কি ঘুমিয়েছিল? প্রশ্ন তুলেছেন বহু মানুষ। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ১১ বাই ২ ক্রিস্টোফার রোডে একটি বহুতলের গায়ে বিপজ্জনক ভাবে হেলে পড়ে আরেকটি বহুতল। যে কোনও সময় বড়সড় বিপর্যয়ের আশঙ্কা করছেন এলাকাবাসী। ৫৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপন সাহার দাবি, তিনি জানেনই না , এ নির্মাণ বেআইনি। </p>
<p>শহর কলকাতায় আবার এধরনের ঘটনায় পুরসভাকে সমালোচনায় বিদ্ধ করছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তাঁর বক্তব্য, ‘ আগে কাউন্সিলররা কাটমানি খেত। এখন সাব কন্ট্রাক্টর হয়ে গেছে। আগে এই সব এলাকা জলাশয় ছিল। একটার পর একটা তলা তুলেছে। তৃণমূল মানেই স্কোয়ার ফুট। কাউন্সিলর মানেই স্কোয়ার ফুট <strong>’। </strong></p>
Source link
RG কর কাণ্ডের রায় নিয়ে তোলপাড়ের আবহে সিউড়িতে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

+ There are no comments
Add yours