NOW READING:
রেশন ডিলারের ছেলেকে অপহরণ করে ৫০ লক্ষ টাকা দাবি করার অভিযোগ
November 16, 2024

রেশন ডিলারের ছেলেকে অপহরণ করে ৫০ লক্ষ টাকা দাবি করার অভিযোগ

রেশন ডিলারের ছেলেকে অপহরণ করে ৫০ লক্ষ টাকা দাবি করার অভিযোগ
Listen to this article


Birbhum Update: রেশন ডিলারের ছেলেকে অপহরণ করে ৫০ লক্ষ টাকা দাবি করার অভিযোগ। টাকা নেওয়ার আগেই পুলিশের হাতে গ্রেফতার হলেন একজন। অভিযোগ, গতকাল বীরভূমের পাঁড়ুই থানার মহুলা গ্রামে রেশন দোকানের এক কর্মী, রেশন ডিলারের ছেলে শেখ আজহারকে পাঁড়ুই গ্রামে নিয়ে যান চা খাওয়ার নাম করে।  অভিযোগ, তারপর তাঁকে জোর করে গাড়িতে তোলা হয়। নিয়ে যাওয়া হয় দুবরাজপুর থানার বারাবনি জঙ্গলে।এরপরই আজহারের দাদার কাছে ফোন করে ৫০ লক্ষ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ভাইকে খুন করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ তুলেছেন আজহারের ভাই শেখ মুন্নার। এরপরই অভিযোগ জানানো হয় পাড়ুই থানায়। মোবাইলের টাওয়ার লোকেশনের ভিত্তিতে দুবরাজপুর থানা এবং পাঁড়ুই থানা যৌথ অপারেশন চালিয়ে বারাবনি জঙ্গল থেকে শেখ আজাহার কে উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার করা হয়েছে একজনকে। বাকিরা পলাতক। তদন্ত নেমেছে পুলিশ। ABP Ananda Live  



Source link