লাভপুরে কয়েন প্রতারণা চক্রের খোঁজে অভিযান, ধেয়ে এল সারি সারি ইট, ফের আক্রান্ত পুলিশ !
বীরভূমে: ফের আক্রান্ত পুলিশ, এবার বীরভূমের লাভপুরে। কয়েন প্রতারণা চক্রের খোঁজে অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ। পুলিশের গাড়িও ভাঙচুরের অভিযোগ।
সাম্প্রতিক কালে গোয়ালপোখর, ডোমকল, ভাঙড়-একের পর এক জায়গায় আক্রান্ত হয়েছে পুলিশ। ভাঙড়ের সাতশহরে মেলায় জুয়ার আসরে পড়েছিল পুলিশি হানা। জুয়ার আসর থেকে কয়েকজনকে ধরপাকড় করেছিল পুলিশ। ধরপাকড়ের পরেই পুলিশের ওপর হামলা, বাঁশ দিয়ে কনস্টেবলকে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছিল। গুরুতর আহত অবস্থায় নলমুড়ি হাসপাতালে ভর্তি ছিলেন পুলিশ কনস্টেবল। কনস্টেবল সহ বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছিল।’জুয়া খেলা হচ্ছিল, চার জনকে ধরে নিয়ে আসলাম। ওদেরক বার করা ঠেকাতে গিয়ে মারল, শাসক দলে ছেলেরা মেরেছে’, বলেছিলেন আহত পুলিশকর্মী।
সম্প্রতি ডোমকলের আলিনগর গ্রামে পুলিশ হেফাজতে থাকা আসামি ছিনতাইয়েই অভিযোগ উঠেছিল ! আসামিকে নিয়ে এলাকায় তথ্য প্রমাণ সংগ্রহে গেলে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। আক্রান্ত হয়েছিলন ASI রানাপ্রতাপ সেনগুপ্ত. তাঁর আঙুলে কোপ মারা হয়েছিল। এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ সহ ৪ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এলাকায় পুলিশি টহল চলছে। কিন্তু একের পর এক এই ঘটনায় এবার প্রশ্ন উঠেছে। রাতে পুলিশি হেফাজতে থাকা রাণা শেখ নামে আসামীকে যখন, পুলিশ নিয়ে গিয়েছিল ঘটনাস্থলে, তখনই আক্রান্ত হয়েছিল পুলিশ।
কার্যত পুলিশের গাড়ি ঘিরে ধরে দুষ্কৃতীরা, তাকে (আসামীকে) ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এবং একাধিকবার পুলিশের সঙ্গে বচসা হয়েছিল। শেষপর্যন্ত ডোমকল থানার ASI রানাপ্রতাপ সেনগুপ্ত আক্রান্ত হয়েছিলেন। হাঁসুয়া দিয়ে তাঁকে কোপ মারার অভিযোগ উঠেছিল। তিনি কোনওক্রমে হাত বাড়িয়ে আত্মরক্ষার চেষ্টা করেছিলেন। সেই মুহূর্তেই হাতে তাঁর কোপ লাগে। একাধিক সেলাই ছিল তাঁর আঙুলে।আর এই ঘটনার মাঝেই আসামী সুযোগ বুঝে পালিয়ে গিয়েছিল বলে অভিযোগ।এরপরে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল বিশাল পুলিশ বাহিনী। মূল অভিযুক্ত-সহ সহ ৪ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ইতিমধ্য়েই তাঁদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতের জন্য দাবি জানানো হয়েছিল। কিন্তু যেভাবে আসামীকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে পুলিশ পক্ষ থেকে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ।
আরও পড়ুন, যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ইস্যুতে প্রতিক্রিয়া শুভেন্দুর, ‘এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে..’!
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন