NOW READING:
২৫১টি আখড়া, জয়দেব কেন্দুলিতে শুরু মেলা ; মকরস্নানে উপচে পড়া ভিড়; নিরাপত্তায় বিশাল আয়োজন
January 14, 2025

২৫১টি আখড়া, জয়দেব কেন্দুলিতে শুরু মেলা ; মকরস্নানে উপচে পড়া ভিড়; নিরাপত্তায় বিশাল আয়োজন

২৫১টি আখড়া, জয়দেব কেন্দুলিতে শুরু মেলা ; মকরস্নানে উপচে পড়া ভিড়; নিরাপত্তায় বিশাল আয়োজন
Listen to this article



<p><strong>ভাস্কর মুখোপাধ্যায়, জয়দেব :</strong> সোমবার ঐতিহ্যবাহী জয়দেব কেন্দুলি মেলার উদ্বোধন হয়েছে আনুষ্ঠানিকভাবে। উদ্বোধন করেন SRDA-র চেয়ারম্যান <a title="অনুব্রত মণ্ডল" href="https://bengali.abplive.com/topic/anubrata-mandal" data-type="interlinkingkeywords">অনুব্রত মণ্ডল</a>। জয়দেব কেন্দুলি মেলা উপলক্ষে অজয় নদের চরে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়। মকরের পুণ্যস্নানের পর পুণ্যার্থীরা রাধাবিনোদের মন্দিরে পুজো দেন। পাশাপাশি হাজার-হাজার বাউল, ফকির <a title="মকর সংক্রান্তি" href="https://bengali.abplive.com/topic/makar-sankranti" data-type="interlinkingkeywords">মকর সংক্রান্তি</a>র দিন সমবেত হন মেলায়।&nbsp;</p>
<p>সোমবার সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করে। বিকেলে সেই ভিড় কয়েক গুণ বেড়ে যায়। লক্ষাধিক মানুষের সমাগমে নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রস্তুত জেলা পুলিশ ও প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির ও মেলা প্রাঙ্গণের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরা। এমনকী, ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো প্রশাসন।</p>
<p>পুলিশ সূত্রে জানা গিয়েছে, এবছর মেলা প্রাঙ্গণে ২০০টি সিসি ক্যামেরা ও ১৬টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। ভক্ত ও পুণ্যার্থী, পর্যটকদের সহায়তায় মেলার বিভিন্ন প্রান্তে ৩৩টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ বসানো হয়েছে। স্নানের ঘাটে পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য তিনটি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম রাখা হয়েছে। যানজটে যাতে মেলা অবরুদ্ধ না হয় সেদিকেও সতর্ক প্রশাসন। মেলার বাইরে আটটি পার্কিং ও ২৩টি ড্রপগেট বসিয়েছে ব্লক প্রশাসন। এছাড়া আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ফায়ার ফাইটিং টিম রাখা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তায় ১৬৩৪ জন সিভিক ভলান্টিয়ার, ৭৩৬ জন পুলিশকর্মী, ১৭টি অ্যান্টি ক্রাইম টিম ঘুরবে মেলা প্রাঙ্গণে। মহিলাদের নিরাপত্তায় দু’টি উইনার্স টিম থাকছে মেলায়।</p>
<p>গ্রামীণ এই মেলায় মূলত বাউল-ফকিররা সমবেত হন। তাই তাঁদের থাকার জন্য স্থায়ী-অস্থায়ী মিলে মোট ২৫১টি আখড়া করা হয়েছে প্রশাসনের উদ্যোগে। এছাড়া মেলা প্রাঙ্গণ নির্মল রাখতে পর্যাপ্ত স্থায়ী ও অস্থায়ী শৌচাগার তৈরি করেছে ব্লক প্রশাসন। মেলায় কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্যও ব্যবস্থা করেছে প্রশাসন।&nbsp;</p>
<p>স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, দু’টি মেডিক্যাল টিম ও চারটি অ্যাম্বুলেন্স মেলা প্রাঙ্গণে রাখা হয়েছে। &nbsp;এই মেলা আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে।</p>



Source link