NOW READING:
মুখের কথায় মিটল না, হাতাহাতিতে জড়াল অনুব্রত-কাজল গোষ্ঠী, খোদ TMC কর্মীকেই যেতে হল হাসপাতালে !
June 8, 2025

মুখের কথায় মিটল না, হাতাহাতিতে জড়াল অনুব্রত-কাজল গোষ্ঠী, খোদ TMC কর্মীকেই যেতে হল হাসপাতালে !

মুখের কথায় মিটল না, হাতাহাতিতে জড়াল অনুব্রত-কাজল গোষ্ঠী, খোদ TMC কর্মীকেই যেতে হল হাসপাতালে !
Listen to this article


ভাস্কর মুখোপাধ্য়ায়, দীপক ঘোষ, অরিন্দম সেন, বীরভূম: সিউড়িতে অনুব্রত-কাজল দ্বন্দ্ব প্রকাশ্যে। তবে এবার শুধু মুখ দেখাদেখি বন্ধ কিংবা একে অন্যের সভাতে অনুপস্থিত, এমন কোনও জায়গায় বিষয়টা আর দাড়াল না। মুখের কথায় মিলল সমাধান। হাতাহাতিতে জড়াল  অনুব্রত-কাজল গোষ্ঠী ! সিউড়িতে তৃণমূলের শুভেচ্ছা বার্তার ব্যানার ছেঁড়ায় উত্তেজনা ছড়িয়েছে। অনুব্রত-কাজল গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, হাতাহাতির অভিযোগ। গোষ্ঠী সংঘর্ষে আহত কাজল শেখ অনুগামী দিলখুস আলম। অনুব্রত অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ সিউড়ি হাসপাতালে ভর্তি আক্রান্ত তৃণমূলকর্মী। সাজানো ঘটনা, অভিযোগ অস্বীকার করে দাবি অনুব্রত অনুগামীদের।

আরও পড়ুন, শুভেন্দুর সফরের দিনই সন্দেশখালিতে CBI ! BJP কর্মীর বয়ান রেকর্ড, ‘চাই না শাহজাহান জেলের বাইরে বের হোক..’

 নানুর আক্রান্ত তৃণমূল কর্মী ডব্লু শেখ বলেন, অনুব্রত মণ্ডলের অনুগামী আমরা। এই কারণে আমাদের মেরেছে।সিউড়ির আক্রান্ত তৃণমূল কর্মী দিলখুশ আলম বলেন, ঘুষি মেরে জামাটা ছিড়ে দিল।  আমি ওই পোস্টার ছেঁড়ার জন্য বলতে গিয়েছিলাম। নুরুল ইসলামের নির্দেশে কাজল শেখের নির্দেশে। কোথাও রক্তাক্ত অনুব্রত মণ্ডলের অনুগামী! কোথাও মার খাচ্ছেন কাজল শেখ ঘনিষ্ঠরা। নানুর থেকে সিউড়ি! তৃণমূলের গোষ্ঠী কোন্দল ঘিরে ক্রমেই তপ্ত হচ্ছে লালমাটির বীরভূম। এই আবহেই নানুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রক্তাক্ত হলেন তৃণমূল নেতা ডব্লু শেখ। যিনি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অভিযোগের তির কাজল শেখের গোষ্ঠীর বিরুদ্ধে। 

নানুরে আক্রান্ত তৃণমূল কর্মী  ডব্লু শেখ বলেন, আমরা তৃণমূল দলই করি। অনুব্রত মণ্ডলের অনুগামী আমরা। এই কারণে আমাদের মেরেছে। কাজল যেমন ওই শ্য়ামলী প্রধানকে জিতিয়ে দিয়েছিল সেই রকম ওঁরা লোক, গুন্ডা বাহিনী। এই বিষয়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও তৃণমূল নেতা কাজল শেখকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। নানুরে যখন আক্রান্ত অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ নেতা, তখন সেই জেলারই আরেক শহর সিউড়ির দেশালপুর গ্রামে ইদ উপলক্ষে পোস্টার দেওয়াকে ঘিরে প্রকাশ্য়ে এল তৃণমূলের গোষ্ঠী-কোন্দল।
 
সেই ব্য়ানারে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্য়ানার্জির পাশাপাশি ছবি ছিল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের।অভিযোগ, শনিবার রাতে ব্য়ানার ছিঁড়ে ফেলা হয়।  এরই প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন কাজল শেখ অনুগামী দিলখুস মণ্ডল। এক্ষেত্রে অভিযোগের তির অনুব্রত অনুগামীদের বিরুদ্ধে।সিউড়ির আক্রান্ত তৃণমূল কর্মী দিলখুশ আলম বলেন, আজ সকালে যাচ্ছিলাম, আমার বুকে প্রথমেই একটা ঘুষি, কোনও কথা হল না। ঘুষি মেরে জামাটা ছিড়ে দিল। আমি ওই পোস্টার ছেড়ার জন্য বলতে গিয়েছিলাম। আমাদের নুরুল ইসলামের নির্দেশে কাজল শেখের নির্দেশে পোস্টার টাঙিয়ে ছিলাম। 

তৃণমূল নেতা  এহসানুল হক বলেন, যে অভিযোগ করছে, তাকে আমি চিনি না, জানি না। অনুগামী যদি আছে মমতা ব্য়ানার্জি অনুগামী আছে। অনুগামী যদি আছে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আছে। অনুগামী যদি আছে অনুব্রত মণ্ডলের আছে। দলের অনুগামী আছে। তাহলে কি ক্ষমতার ভরকেন্দ্রে কে থাকবে? তা নিয়েই ধন্দ তৈরির হওয়ায় বীরভূমের মাটিতে তৃণমূলের এত কোন্দল? এত গোষ্ঠী সংঘর্ষ? অস্বস্তি এড়িয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। বছর পেরোলেই বিধানসভা নির্বাচন। তার আগে বীরভূমে দুই তৃণমূল নেতার লড়াই ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি।



Source link