NOW READING:
ভাঙা হাঁটুর চিকিৎসা করাতে এসে মর্মান্তিক পরিণতি ! পুলিশের সামনেই যা ঘটল সিউড়ির নার্সিংহোমে
November 11, 2024

ভাঙা হাঁটুর চিকিৎসা করাতে এসে মর্মান্তিক পরিণতি ! পুলিশের সামনেই যা ঘটল সিউড়ির নার্সিংহোমে

ভাঙা হাঁটুর চিকিৎসা করাতে এসে মর্মান্তিক পরিণতি ! পুলিশের সামনেই যা ঘটল সিউড়ির নার্সিংহোমে
Listen to this article


সিউড়ি : ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে ধুন্ধুমার সিউড়ির নার্সিংহোমে, চলল ভাঙচুর। ঘটনাস্থলে পুলিশ এলে তাদের সামনেই ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। দিন সাতেক আগে দুবরাজপুরের নেফিজুল খান ভাঙা হাঁটু নিয়ে ভর্তি হন নার্সিংহোমে। আজ সকাল থেকে তাঁর অবস্থার অবনতি হয়। অভিযোগ, রোগীর মৃত্যু হলে ভুল চিকিৎসার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা। এখনও এলাকায় উত্তেজনা রয়েছে। Birbhum Siuri Nursing Home Agitation

কী ঘটনা ?

দিন সাতেক আগে দুবরাজপুর থানা এলাকার বাসিন্দা নেফিজুল খান হাঁটু ভাঙা নিয়ে ভর্তি হয়েছিলেন। এরপর তাঁর অপারেশন হয়। অভিযোগ, সোমবার সকাল থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তারপরেই তাঁর মৃত্যু হয়। রোগীর পরিজনদের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন জানিয়েছেন, হাঁটু ভাঙা নিয়ে যখন নেফিজুল ভর্তি হয়েছিলেন, তখন পুরোপুরি সুস্থ ছিলেন। হাঁটুতে সমস্যা ছিল । অপারেশন হয়েছিল। ভুল চিকিৎসার জন্যই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং তারপর তাঁর মৃত্যু হয়।

এই অভিযোগ তুলেই পরিবারের লোকজন এবং গ্রাম থেকে আসা কিছু মানুষ নার্সিংহোমে ভাঙচুর চালান বলে অভিযোগ। এই ঘটনার খবর পেয়েই সিউড়ি থানার পুলিশ চলে আসে। অভিযোগ, পুলিশ থাকাকালীনই এই ভাঙচুর চলে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন রোগীর পরিবারের লোকজন। এখনও পর্যন্ত সিউড়ি থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। 

মৃতের ভাই নিল্টু খান বলেন, “নার্সিংহোম তো এখনও কোনো কিছুই বলেনি। আমার ভাই মারা গেছে। আমাদের দেখতেই দিচ্ছে না। ডাক্তারই আসেননি। একটা পা ভেঙেছে, তার থেকে যদি মানুষ মারা যান, তাহলে কী আর আশা করব !”

এদিকে দিনকয়েক আগে ফের সরকারি হাসপাতালের বিরুদ্ধে মুমুর্ষু রোগীকে হয়রানির অভিযোগ ওঠে। রোগীর মৃত্যুর পর উত্তেজনা ছড়ায় SSKM হাসপাতালে। ১ নভেম্বর থেকে SSKM-সহ ৫টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কেন্দ্রীয় রেফারেল সিস্টেম চালু হয়েছে। তারপরেও এই হয়রানি কেন? তা নিয়ে ওঠে প্রশ্ন।

আরও পড়ুন ; ফের সরকারি হাসপাতালে হয়রানির অভিযোগ, SSKM-এ রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও দেখুন



Source link