<p><strong>ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম:</strong> বগটুই কাণ্ডে আবার টুইস্ট। এবার স্বামী ভাদু শেখকে যারা খুন করল, সেই আসামীদেরকেই চিনতে পারলেন না স্ত্রী টেবিলা বিবি। রামপুরহাট মহকুমা আদালতে আজ ভাদু খুনের সাক্ষী ছিলেন টেবিলা বিবি। </p>
<p>খুনের সময় সিসিটিভিতে রেকর্ড হওয়া ভিডিও দেখানো হয় টেবিলাকে। কিন্তু সে আসামীদের চিনতে অস্বীকার করেন। প্রসঙ্গত, এই ভিডিও দেখেই আসামীদের চিনেছিল পুলিশ এবং সিবিআই। পরে খুনে অভিযুক্ত আসামীদের এক এক করে ধরা হয়। রামপুরহাট বড়শাল পঞ্চায়েতে উপপ্রধান ছিল ভাদু শেখ। তাঁর বাড়ি ছিল বগটুই। ভাদুকে ২১ মার্চ ২০২২ সালে খুন হয়। রামপুরহাটে ১৪নং জাতীয় সড়কে দাঁড়িয়ে কথা বলার সময় গুলি করে এবং বোম মেরে খুন করা হয় বলে অভিযোগ। খুনের ঘটনাকে কেন্দ্র করে ওই দিন রাতে বগটুই গ্রামে ১০ জন কে পুড়িয়ে মারা হয়। ভাদু শেখ খুনের ঘটনার তদন্ত শুরু করে সিবিআই এবং ছয় জনকে গ্রেফতার হয়। সেই মামলার আজ সাক্ষী ছিল রামপুরহাট মহকুমা আদালতে। সাক্ষী দেয় স্ত্রী টেবিলা বিবি। কিন্তু তিনি আসামীদেরকে চিনতেই পারলেন না।</p>
<p>এর আগে আদালতে দাঁড়িয়ে হত্য়াকাণ্ডে অভিযুক্তদের চিনতে পারেননি প্রধান সাক্ষীরা। অভিযুক্তদের চেনেন না বলে আদালতে দাঁড়িয়ে দাবি করেছিলেন মূল সাক্ষী ও স্বজনহারা মিহিলাল শেখ, নেকলাল শেখ এবং ফটিক শেখ। এমনটাই জানিয়েছিলেন CBI এর আইনজীবী। ২০২২ সালের ২১ মার্চ। বগটুই মোড়ে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয়! সেই রাতেই বগটুই গ্রামে শুরু হয় তাণ্ডব! আগুন লাগিয়ে দেওয়া হয় একাধিক বাড়িতে। ঝলসে মৃত্যু হয় একাধিক জনের। হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার যায় CBI-এর হাতে। আদালতে চার্জশিট পেশ করে তারা। সব মিলিয়ে গ্রেফতার করা হয় ২৬ জনকে। তার মধ্য়ে CBI হেফাজতে থাকাকালীন, মূল অভিযুক্ত লালন শেখের মৃত্য়ু হয়।</p>
<p>আরও পড়ুন, <a title="প্রায় ১৩ ঘণ্টা, RG Kar কাণ্ডে এখনও CGO কমপ্লেক্সে সন্দীপ ঘোষ" href="https://bengali.abplive.com/news/kolkata/rg-kar-doctors-death-mystery-sandip-ghosh-still-now-in-cgo-complex-faces-cbi-1090562" target="_self">প্রায় ১৩ ঘণ্টা, RG Kar কাণ্ডে এখনও CGO কমপ্লেক্সে সন্দীপ ঘোষ</a></p>
<p>এবছর জুলাই মাসে, চার্জ গঠন হয় রামপুরহাট মহকুমা আদালতে। এই সপ্তাহের সোমবার এবং মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ ও তথ্যপ্রমাণ পেশের দিন ধার্য করে আদালত। ঘটনার মূল সাক্ষী ও স্বজনহারা মিহিলাল শেখ, নেকলাল শেখ এবং ফটিক শেখের সাক্ষ্য নেওয়া হয়। সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন, আদালতে দাঁড়িয়ে কেউই অভিযুক্তদের চেনেন না বলে দাবি করেন। সিবিআইয়ের আইনজীবী পার্থ তপস্বী বলেন,তারা বলেছে অভিযুক্তদের চেনেইনা। ৬ সাক্ষী দিয়েছে। ৩ জন চিনতে পেরেছে। এটা খুবই খারাপ। সব খাপছাড়া বলছেন। অভিযুক্তদের আইনজীবী মহম্মদ আবু বক্কর সিদ্দিকি বলেন, এটা একদম প্রাখমিক পর্যায় যারা দেবে। তারা যা দেখেছে তাই বলেছে। যদিও CBI এর আইনজীবীর এমন দাবির পর প্রতিক্রিয়া দিতে চাননি মিহিলালরা । </p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1724323949175000&usg=AOvVaw1OPXqvX9CrCUEYuTZWLjYx">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p>
<div class="yj6qo"> </div>
<div class="adL"> </div>
Source link
ভাদু শেখ ‘খুনে’ আসামীদেরকেই চিনতে পারলেন না স্ত্রী ! বগটুই কাণ্ডে নয়া টুইস্ট
Read Time:5 Minute, 34 Second