NOW READING:
কাল বীরভূমে বোমাবাজি, আজ সরানো হল OC-কে
February 12, 2025

কাল বীরভূমে বোমাবাজি, আজ সরানো হল OC-কে

কাল বীরভূমে বোমাবাজি, আজ সরানো হল OC-কে
Listen to this article


ABP Ananda live: বালির বখরা নিয়ে বিবাদের জেরে বোমাবাজি হয় কাঁকড়তলায়। আর এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সরানো হল বীরভূমের কাঁকড়তলা থানার OC পূর্ণেন্দুবিকাশ দাসকে। দুবরাজপুরের সার্কেল ইনস্পেক্টর শুভাশিস হালদারকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বীরভূমের পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, গতকালের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বেআইনি বালি পাচার রুখতে পুলিশ লাগাতার অভিযান চালাবে বলে SP জানিয়েছেন।

 

শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে থাকা নৈহাটি লোকালে লেগে গেল আগুন

মঙ্গলবার কোচবিহারের পর বুধবার ফের দুর্ঘটনার মুখে রেল, এই বাংলাতেই। এবার শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে থাকা নৈহাটি লোকালে লেগে গেল আগুন। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশনে উপস্থিত যাত্রীদের মধ্যে। তখনও ভোরের আলো ফোটেনি। কিন্তু এ সময়টাও শিয়ালদা স্টেশন মোটেই শুনশান থাকে না। প্রথম লোকালে চেপেই কাজে রওনা দেন বহু যাত্রী। পূর্ব রেল সূত্রে খবর, ভোর ৪টে ৮ মিনিটে শিয়ালদা স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আপ নৈহাটি লোকাল। হঠাৎই দেখা যায় আগুন। প্রথম কামরার ওপরে প্যান্টোগ্রাফ, ওভারহেড তার স্পর্শ করতেই আগুনের ফুলকি দেখা যায়। হইহই করে ওঠেন উপস্থিত রেলকর্মীরা। বিপদ এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় সঙ্গে সঙ্গেই।



Source link