রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: পুলিশ আধিকারিক অমিতাভ মালিক খুনের মামলায় জামিন পেলেন বিমল গুরুঙ্গ। নির্দেশ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ দত্তের ডিভিশন বেঞ্চের।
২০১৭ সালের ১৩ অক্টোবর খুন হন এসআই অমিতাভ মালিক। ২০১৭ সালে গোর্খাল্যান্ড ইস্যুতে বিমল গুরুঙ্গদের নেতৃত্বে উত্তপ্ত হয় পাহাড়। দার্জিলিং সদর থানা এলাকায় বিমল গুরুঙ্গের গোপন ডেরায় হানা দেয় পুলিশ। বিমল গুরুঙ্গকে ধরতে গেলে শুরু হয় গুলিবৃষ্টি। সিংলার জঙ্গলে ২ ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে গুরুংপন্থীদের লড়াইয়ে মৃত্যু হয় অমিতাভ মালিকের। তদন্তভার যায় সিআইডির হাতে, মামলায় মূল অভিযুক্ত ছিলেন বিমল গুরুঙ্গ।
সেই মামলায় জামিন পেলেন বিমল গুরুঙ্গ।
আরও পড়ুন, কলকাতায় প্রকাশ্য রাস্তায় তরুণীর নলিতে কোপ ! ফিনকি দিয়ে বের হল রক্ত, প্রাণে বাঁচতে দৌঁড়ল তরুণী..
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন