Uber Rapido Ride : একজন বাইক রাইডের মাসিক আয় (Monthly Income) শুনলে অবাক হবেন আপনি ! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) রয়েছে এই পোস্ট। যা আপানাকেও উদ্বুদ্ধ করতে পারে।
উবার, র্যাপিডোতে কাজ করে এই রাইডার
‘আপনি মাসে কত আয় করেন?’ এই প্রশ্নে বেঙ্গালুরু থেকে এক বাইক আরোহীর দেওয়া উত্তরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে। এই ভিডিওটি শেয়ার করেছেন Paytm-এর সিইও বিজয় শেখর শর্মা। এতে একজন রাইডার উবার, র্যাপিডোর মাধ্যমে বাইক রাইডার মাসে ৮০-৮৫ হাজার টাকা আয়ের কথা বলছেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর শিরোনাম তৈরি করছে। অর্থনীতিতে সম্ভাব্য কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে একটি নতুন আলোড়ন শুরু করেছে।
ভাল আয় বাইক রাইডিংয়ে
বাইক রাইডিং পরিষেবার ধারণাটি আজকাল ভারতে ডেভেলপ করছে। এর মাধ্যমে চালকরা ভালো আয় করছেন। ব্যাঙ্গালোরের মতো বড় শহরে এগুলোর প্রচুর চাহিদা রয়েছে ।কারণ এগুলি সাশ্রয়ী এবং সময়মতো জায়াগায় পৌঁচে দেওয়ার ব্যবস্থা করে। এমতাবস্থায় শহরের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ক্ষেত্রে রাইডারদের গুরুত্ব দেওয়া হচ্ছে। যার সঙ্গে চালকদের সুযোগও বাড়তে শুরু করেছে।
কী বলা হয়েছে ভিডিয়োতে
এই ভিডিওতে রাইডার বলছেন, তিনি প্রতিদিন 13 ঘন্টা কাজ করেন। প্রতি মাসে প্রায় 80-85 হাজার টাকা আয় করেন তিনি। এতে বিস্ময় প্রকাশ করে লোকজন বলেছেন, আজকাল চাকরিজীবীরাও এত বেতন পান না। ব্যবহারকারীরা এই ভিডিওতে বিভিন্ন মন্তব্য করেছেন। একদিকে মানুষ দেশে দ্রুত বৃদ্ধি পাওয়া ডিজিটাল পরিষেবা শিল্পের প্রশংসা করলেও আইটি খাতের সঙ্গে তুলনা করেছে। অন্যদিকে, কিছু লোক এটিকে সত্য বলে বিশ্বাস করছেন না। তাদের এই বাইক রাইডারের বক্তব্য় নিয়ে দ্বিমত প্রকাশ করেছেন।
PF From ATM: এটিএম থেকে সরাসরি তুলতে পারবেন পিএফের টাকা, কবে থেকে শুরু জানেন ?
আরও দেখুন