NOW READING:
‘ শিক্ষার কী অবস্থা ?’ SFI-র বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার, ‘পুলিশের লাঠিচার্জ’, আহত একাধিক মহিলা
January 27, 2025

‘ শিক্ষার কী অবস্থা ?’ SFI-র বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার, ‘পুলিশের লাঠিচার্জ’, আহত একাধিক মহিলা

‘ শিক্ষার কী অবস্থা ?’ SFI-র বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার, ‘পুলিশের লাঠিচার্জ’, আহত একাধিক মহিলা
Listen to this article


কলকাতা: শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের দাবিতে এসএফআই-এর বিকাশ ভবন অভিযান। গার্ড রেল দিয়ে পুলিশ মিছিল আটকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আহত একাধিক মহিলা SFI সমর্থক। মহিলা পুলিশ ছাড়াই লাঠিচার্জের অভিযোগ উঠেছে।  প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ এসএফআই সমর্থকদের। তাঁদের দাবি,  তাঁদের যে কর্মী এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছে, তাঁকে নামাতে হবে। রীতিমত অ্য়াম্বুলেন্স নিয়ে, তাঁকে চিকিৎসা করাতে হবে বলে দাবি তুলেছেন তাঁরা। 

আরও পড়ুন, স্যালাইন কাণ্ডে চিকিৎসককে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ CID-র

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও দেখুন



Source link