<p><strong>নয়াদিল্লি:</strong> ডাইনি অপবাদে একই পরিবারের ৫জনকে খুনের পর পুড়িয়ে দেহ লোপাটের চেষ্টা। ভয়াবহ অভিযোগ বিহারের পূর্ণিয়া জেলায়। এই ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন আরজেডির। </p>
<p>[yt]https://youtu.be/Tz9IGTXL6EA?feature=shared[/yt]</p>
<p>আরও পড়ুন, <a title="’বুড়োবাবু ওখান থেকে ছিপ ফেলছেন, মাছ ধরবেন মন্তেশ্বরে…’ ! নাম না করে কাকে নিশানা সিদ্দিকুল্লার ?" href="https://bengali.abplive.com/district/purba-bardhaman/wb-state-minister-siddiqullah-chowdhury-slams-tmc-east-bardhaman-district-president-after-car-attack-incident-1143516" target="_self">’বুড়োবাবু ওখান থেকে ছিপ ফেলছেন, মাছ ধরবেন মন্তেশ্বরে…’ ! নাম না করে কাকে নিশানা সিদ্দিকুল্লার ?</a></p>
<p>ডিআইজি (পূর্ণিয়া) প্রমোদ কুমার মণ্ডল বলেছেন, ঘটনাটি ঘটেছে রবিবার রাতে পূর্ণিয়ার <a title="টেট" href="https://bengali.abplive.com/topic/tet" data-type="interlinkingkeywords">টেট</a>গামা গ্রামে। সম্প্রতি গ্রামে একটি শিশু মৃত্যুর ঘটনা ঘটে। যার সঙ্গে ডাইনি সংযোগ রয়েছে বলে মনে করা হয়। এরপরেই ওই পরিবারের উপর আক্রমণ চালায় গ্রামবাসীরা। বেধড়ক মারধরের পর মৃত্যু হলে পুড়িয়ে দেহ লোপাটের চেষ্টাও চলে বলে অভিযোগ। ঘটনার প্রত্যক্ষদর্শী মৃত বাবুলাল ওঁরাওয়ের ১৬ বছরের নাবালক সন্তান। এই ঘটনার পর আতঙ্কে আশেপাশের বাড়ির থেকে সকলেই পালিয়ে গিয়েছে বলে খবর।</p>
<p> </p>
Source link
ডাইনি অপবাদে ৫ জনকে জীবন্ত জ্বালিয়ে দিল গ্রামবাসীরা ! ভয়াবহ ঘটনা বিহারের পূর্ণিয়া জেলায়
