সেলিম রেজা, ঢাকা: আগামী মাসের দ্বিতীয়ার্ধে টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফরে (India Tour of Bangladesh 2025) যাওয়ার কথা থাকলেও, ভারতীয় ক্রিকেট বোর্ড পদ্মাপারে যাওয়ার সবুজ সংকেত পায়নি কেন্দ্রীয় সরকারের থেকে। ফলে আসন্ন সিরিজটি নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দিল্লিতে একাধিক শীর্ষস্থানীয় সরকারি সূত্র জি ২৪ ঘণ্টাকে এই খবর নিশ্চিত করেছে।
আগামী অগাস্ট মাসের ১৭-৩১ তারিখের ভিতরে ঢাকা ও চট্টগ্রামে ভারত-বাংলাদেশের তিনটি ওডিআই ও সমসংখ্যক টি-২০আই খেলার কথা ছিল। তবে পুরোপুরি ‘রাজনৈতিক কারণেই’ যে ভারতীয় ক্রিকেট দলের এই বাংলাদেশ সফরে ভারত সরকার সায় দিচ্ছে না, সেই ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। দিল্লি মনে করছে, এই মুহূর্তে ভারত-বাংলাদেশের মধ্যে যে ধরনের শীতল কূটনৈতিক সম্পর্ক বিরাজ করছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতে যে ধরনের ‘বিরূপ মনোভাব’ দেখা যাচ্ছে – তাতে বাংলাদেশে ভারতের ক্রিকেট টিমের সফর কোনও ইতিবাচক বার্তা দেবে না। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের একটি নির্ভরযোগ্য সূত্র জি ২৪ ঘণ্টাকে এই কথা জানিয়েছেন।
আরও পড়ুন: এই তো একসঙ্গে…’! আচমকাই প্রয়াত প্রিয়জন, শোকে পাথর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
বস্তুত সরকারের এই মনোভাব জানার পর বিসিসিআই এই সফর ‘রিশিডিউল’ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আনুষ্ঠানিক আলোচনাও শুরু করেছে, যে কথা বিসিবির কর্মকর্তারা জি ২৪ ঘণ্টার বাংলাদেশ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন। এই সফর পুরোপুরি বাতিল না করে আগামী বছর (২০২৬) আইপিএলের পরে করা যায় কি না – বিসিসিআই সেটা বিসিবিকে ভেবে দেখতে অনুরোধ করেছে। তার আগে পর্যন্ত ভারতীয় দলের ক্রিকেট ক্যালেন্ডার একেবারেই ‘ঠাসা’ বলে তারা জানাচ্ছে। বাংলাদেশ সফর আইপিএলের পরে করতে হলে ২০২৬-র জুন মাসের আগে তা সম্ভব নয়। ততদিনে বাংলাদেশে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে যেতে পারে বলেই ধারণা করা হচ্ছে।
ভারতীয় বোর্ডের নেতৃস্থানীয়রা অনেকেই মনে করছেন, তখন হয়তো টিম ইন্ডিয়াকে বাংলাদেশপাঠানোর ক্ষেত্রে সরকারের খুব একটা আপত্তি থাকবে না।
কিন্তু এখনকার পরিস্থিতি বাংলাদেশে ক্রিকেট সফরের জন্য ‘অনুকূল নয়’ বলেই সরকারের মূল্যায়ণ – আর বিসিসিআই-ও সেটা মানতে একরকম বাধ্য।
প্রসঙ্গত, বাংলাদেশ সফর প্রবল অনিশ্চিত হয়ে পড়লেও আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপে কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তান – সব দলেরই খেলার কথা।ওই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচি এখনেও প্রকাশিত হয়নি, তবে খুব সম্ভবত সেটি সংযুক্ত আরব আমিরশাহির ‘নিউট্রাল ভেন্যু’তেই অনুষ্ঠিত হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তার কথায়, ‘আইসিসি বা এসিসি-র টুর্নামেন্টে আমরা সব সময় পাকিস্তানের বিরুদ্ধেও খেলে থাকি, কিন্তু দ্বিপাক্ষিক সিরিজের কথা একেবারেই আলাদা। সেখানে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক অবশ্যই প্রভাব ফেলে!’ পাকিস্তানের সঙ্গে বৈরী সম্পর্কের কারণে ভারত বহু বছর হল তাদের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। কিন্তু রাজনৈতিক কারণে যদি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজও স্থগিত হয় বা পিছিয়ে যায়, তাহলে সেটি হবে ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে রাজনীতির ছায়াপাতের প্রথম ঘটনা।
আরও পড়ুন: এবার ‘ক্যাপ্টেন কুল’ হবে ট্রেডমার্ক! নীল নকশা তৈরি করছেন স্বয়ং ধোনিই…
গত অগাস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ সেপ্টেম্বর-অক্টোবরে দু’টি টেস্ট ম্যাচ ও তিনটে টি-টোয়েন্টিআই খেলতে ভারত সফরে এসেছিল।
সেই সফরসূচি অবশ্য নির্ধারিত হয়েছিল বেশ কয়েকমাস আগে থেকেই। অগাস্টের পালাবদলের পর ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে চরম অবনতি হলেও সেই ক্রিকেট সফরে অবশ্য ভারত সরকার বাদ সাধেনি। তবে ভারতের বেশ কয়েকটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন তখন দাবি তোলে, বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নির্যাতন হচ্ছে বলে অভিযোগ উঠছে তাতে ভারতের উচিত এই সিরিজ বাতিল করা। ‘হ্যাশট্যাগ বয়কট বাংলাদেশ ক্রিকেট’ তখন ভারতের সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ড করতে শুরু করে। সেই সফর শেষ পর্যন্ত বাতিল হয়নি ঠিকই – কিন্তু গোয়ালিয়র, চেন্নাই বা দিল্লির মতো ম্যাচ ভেন্যুগুলিতে তখন নজিরবিহীন নিরাপত্তার আয়োজন করতে হয়েছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)