জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার জেলেদের জালে পড়ল বিশাল ভোলা মাছ। ওজন ১৯৫ কেজি। রবিবার বাংলাদেশের নাফ নদীতে জাল ফেলেন মত্সজীবীরা। তাদের জালে আটকে যায় বিশালাকার ওই মাছ। পাড়ে তুলতেই বোঝা যায় সেটি এক ভোলা মাছ। চার ফুট লম্বা ওই মাছকে আনা হয় কক্সবাজারের টেকনাফের পাইকারি বাজারে।
আরও পড়ুন-শীতের কথা ভুলে যান, ধেয়ে আসছে ঘ্যানঘেনে বৃষ্টি, জেনে নিন ভিজবে কোন কোন জেলা
রবিবার কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ নাফ নদীর ঘোলারচর এলাকায় ওই মাছ ধরা পড়ে। সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম সংবাদমাধ্যমে বলেন, শাহপরীর দ্বীপ কোনারপাড়ার বাসিন্দা মোহাম্মদ কালু ফকিরের জালে ভোলা মাছটি ধরা পড়ে।
শাহপরীর ট্রলার মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ হাসান বলেন, ভোরে নাফ নদীর ঘোলারচর অংশে জাল ফেলেন মত্সজীবীরা। কয়েক ঘণ্টা পর জাল তোলার পর বিশাল বড় ভোলা মাছটি জালে আটকে যায়। মাছটি দেখতে স্থানীয় লোকজন ভিড় জমান।
মাছের আড়তে মাছটির নিলাম করা হয়। দাম হাঁকানো হয় সাড়ে ৩ লাখ টাকা। পরে টেকনাফ জালিয়াপাড়ার মাছ ব্যবসায়ী জাফর আলম ২ লাখ ৬০ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে তিনি মাছটি টেকনাফ নিয়ে যান।
জাফর আলম বলেন, ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ২ লাখ ৬০ হাজার টাকায় মাছটি কেনা হয়েছে। এটি টেকনাফ বড়বাজারে কেটে প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হবে। এ জন্য মাইকিং করা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)