NOW READING:
‘মেঘনা মোড়ে গেছিলাম, কিন্তু..’ ! ভাটপাড়াকাণ্ডে প্রতিক্রিয়া অর্জুনের
March 29, 2025

‘মেঘনা মোড়ে গেছিলাম, কিন্তু..’ ! ভাটপাড়াকাণ্ডে প্রতিক্রিয়া অর্জুনের

‘মেঘনা মোড়ে গেছিলাম, কিন্তু..’ ! ভাটপাড়াকাণ্ডে প্রতিক্রিয়া অর্জুনের
Listen to this article


উত্তর ২৪ পরগনা: ভাটপাড়াকাণ্ডে সোমনাথ শ্যামের অভিযোগ ওড়ালেন অর্জুন। আমার বাড়ির পাশে গুলি চললে, আমি যাব না? মেঘনা মোড়ে গেছিলাম, কিন্তু গুলি চালাইনি। সত্যি গুলি চালালে পুলিশ কেন CC ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আনছে না? ভাটপাড়ায় গুলিকাণ্ডে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের অভিযোগ খণ্ডন করে মন্তব্য প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। CISF-এর নজরদারিতে তাঁর গাড়িতে করে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড থেকে আসা বেআইনি অস্ত্র মজুতের অভিযোগও অস্বীকার করেছেন বিজেপি নেতা। 

অর্জুনই গুলি চালিয়েছেন, অভিযোগে অনড় সোমনাথ শ্যাম। ৫ থেকে ৬ রাউন্ড গুলি চালিয়েছেন অর্জুন, অভিযোগ তৃণমূল বিধায়কের। ‘ভয় পেয়ে এখন পালিয়ে গিয়েছেন অর্জুন সিংহ’। পাটনা বলে দিল্লিতে গিয়ে লুকিয়ে রয়েছেন বিজেপি নেতা, দাবি সোমনাথ শ্যামের। মূলত,  অর্জুনকে পুলিশের নোটিস-বাণ। এবার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ-সহ অর্জুন সিংকে থানায় তলব। ২৪ ঘণ্টার মধ্যে বিজেপি নেতাকে ধরানো হয়েছে পাঁচ-পাঁচটি নোটিস! ২৪ ঘণ্টার মধ্যে বিজেপি নেতাকে ধরানো হয়েছে পাঁচ-পাঁচটি নোটিস। ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদকে দুপুর ২টোর মধ্যে জগদ্দল থানায় হাজির হতে বলা হয়েছে সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে তাঁর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সংক্রান্ত যাবতীয় তথ্য, তাঁর বাড়ি, মজদুর ভবনের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজও অর্জুন সিংকে থানায় নিয়ে যেতে বলা হয়েছে। 

ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ফের উত্তপ্ত হতে শুরু করেছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া, কাঁকিনাড়া, জগদ্দলের মতো এলাকা। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক তরজাও!এরই মধ্যে বৃহস্পতিবার, একদিনেই অর্জুন সিংকে পাঁচ-পাঁচটি নোটিস পাঠাল পুলিশ। উল্টোদিকে পুলিশের হেনস্থার প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ হন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ। অন্যদিকে, বুধবার রাতের ঘটনায় সামনে এল ঘটনার সিসিটিভি ফুটেজ। তাতে দেখা যাচ্ছে, জগদ্দলের দিক থেকে সদলবলে এগিয়ে আসছেন তৃণমূল কর্মী মহম্মদ ফিরোজ। প্রায় একই সময়ে, মেঘনা মোড়ের দিক থেকে দলবল নিয়ে এগিয়ে আসছেন ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনীতা সিংয়ের ছেলে নমিত সিং। আরেকটি ফুটেজে দেখা যাচ্ছে, মেঘনা জুটমিলের উল্টোদিকের গলির সামনে একটা জটলা তৈরি হয়েছে।

আরও পড়ুন, ‘আক্রান্ত’ অখিল গিরি, পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ খোদ TMC বিধায়কের ! 

সেই জটলা থেকে গলির ভিতরের দিকে কিছু ছুড়ে পালাচ্ছে দুষ্কৃতীরা। তারপরই গলির ভিতরের দিক থেকে অনুগামীদের নিয়ে বেরিয়ে আসছেন বিজেপি নেতা অর্জুন সিং। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের সঙ্গে থাকা লোকজনের হাতে রয়েছে লাঠি। সেদিন ঠিক কী হয়েছিল, তা জানতে প্রথমে , বৃহস্পতিবার সকালে নোটিস করে জগদ্দাল থানায় ডাকা হয় অর্জুন সিংকে। কিন্তু তিনি আসেননি। দুপুরে ফের নোটিস পাঠানো হয়। কিন্তু তাও আসেননি প্রাক্তন বিজেপি সাংসদ। এরপর বিকেলেদের দিকে পুলিশ নিজেই অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে পৌঁছে যায়।

আরও দেখুন



Source link