ABP Ananda Live: খুনের বদলা নিতেই কি ভাটপাড়ায় শ্যুটআউট? তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ নিহতের পরিবারের। জগদ্দল থানা এলাকা থেকে একজন গ্রেফতার। এবার সিতাইয়ে তৃণমূল নেতার মুখে কেষ্টর বুলি। কেন্দ্রীয় বাহিনীর সামনেই বুথ ছাড়তে বিজেপির এজেন্টকে ওয়ার্নিং। মাদারিহাটে বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ। বুথে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় বিজেপি প্রার্থী। মাদারিহাটে দফায় দফায় বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী। বুথে যেতেই হামলা। গাড়ি ভাঙচুর। এতদিন কোথায় ছিলেন? প্রশ্ন তুলে চা বাগান কর্মীদের বিক্ষোভ। উপনির্বাচন ঘিরে দফায় দফায় উত্তপ্ত হাড়োয়া। দেগঙ্গায় তৃণমূলের বিক্ষোভ, বুথ থেকে পালাতে হল আইএফএস প্রার্থীকে। নৈহাটিতে তৃণমূলের এজেন্টের বিরুদ্ধে বুথের মধ্যে ফোন নিয়ে ঢোকার অভিযোগ। প্রিসাইডিং অফিসারকে হুমকি বিজেপি প্রার্থীর। মাদারিহাটে বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ। বুথে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় বিজেপি প্রার্থী। ভোট মিটতে না মিটতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাড়োয়া। রক্তাক্ত ৩ তৃণমূল কর্মী। শাসক দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ।