# Tags
#Blog

Basanti Chatterjee | Bhaswar Chatterjee: শয্যাশায়ী বাসন্তীদেবী, পাশে নেই পরিবার! মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন ভাস্বরের…

Basanti Chatterjee | Bhaswar Chatterjee: শয্যাশায়ী বাসন্তীদেবী, পাশে নেই পরিবার! মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন ভাস্বরের…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত বছরে বেশ কয়েকদিন অসুস্থ হয়ে দফায় দফায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে পেটের ক্যানসারে আক্রান্ত তিনি। গত বছর পেসমেকারও বসানো হয়েছে। অভিনেত্রীর একটি কিডনিও সচল নেই। এবার নতুন সংকট। পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে এই বর্ষীয়ান অভিনেত্রীর। 

আরও পড়ুন- Fossils: ফসিলসের প্রাক্তন চন্দ্রমৌলির আত্মহত্যার খবর! ‘কল্পনা করতে পারিনি..’, শোকাহত রূপম

বর্তমানে বাসন্তী চট্টোপাধ্যায় ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে অভিনয় করছেন। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় সিরিয়ালের শুটিংও বন্ধ। স্বাভাবিকভাবে তার উপার্জনও আপাতত বন্ধ। একদিকে অসুস্থতার কারণে উপার্জন বন্ধ তো অন্যদিকে তাঁর পাশে নেই পরিবারের কেউ। তাঁকে দেখাশোনা করছেন পরিচারিকা। 

তবে পরিবার পাশে না দাঁড়ালেও অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় ও পরিচালক প্রযোজক স্নেহাশীষ চক্রবর্তী। ভাস্বর জানান যে ‘বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে। নিদারুন কষ্টে দিন কাটছে তাঁর। প্রতিবারের মত স্নেহাশীষদা আপ্রাণ সাহায্য করছেন। এছাড়াও সবার কাছে আবেদন করছি যদি আপনারা আর্থিক সাহায্য কিছু পাঠান তাহলে ওঁর খুব সুবিধে হয়’। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন ভাস্বর, যদি তিনি কিছু সাহায্য করেন। 

বাসন্তী চট্টোপাধ্যায়কে আর্থিক সাহায্য পাঠান এই অ্যাকাউন্ট নম্বরে-
Basanti Chatterjee
SBI(B.T Road branch)
Account number-34560424532
IFSC code-SBIN0003721

আরও পড়ুন- Arun Roy Demise | Dev: চোখের জলে অরুণ রায়কে বিদায়! পরিচালকের শ্রাদ্ধানুষ্ঠান করলেন দেব-রুক্মিনী…

জানা যায় যে পাঁজরের হাড় ভেঙে ব্যথায় খুবই কষ্ট পাচ্ছে অভিনেত্রী। নড়াচড়া করতে পারছেন না। অন্যদিকে চিকিত্‍সা চালিয়ে যাওয়ার জন্য দরকার অর্থের। প্রতি মাসে ২০ হাজার টাকা ব্যয় হয় শুধু ওষুধের জন্য। অভিনেত্রীর এক ছেলে ও এক মেয়ে থাকা সত্ত্বেও তাঁরা কেউই মায়ের সঙ্গে যোগাযোগ রাখে না। গত বছর হাসপাতালে তাঁর ছেলে মেয়েরা দেখতে গেলেও বিল পরিশোধ করেছিলেন তাঁর গাড়ির চালক। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)v





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal