NOW READING:
সোমবার রকেট গতিতে ছুটবে এই শেয়ার, জানেন কী খবর ? 
February 15, 2025

সোমবার রকেট গতিতে ছুটবে এই শেয়ার, জানেন কী খবর ? 

সোমবার রকেট গতিতে ছুটবে এই শেয়ার, জানেন কী খবর ? 
Listen to this article


 

Best Stocks To Buy : পতনের বাজারে (Stock Market) সোমবার দুরন্ত গতি নিতে পারে এই স্টক (Share Market)। অটো যন্ত্রাংশ প্রস্তুতকারী এই সংস্থার ত্রৈমাসিক রেজাল্ট (Samvardhana Motherson Q3 Result) প্রকাশ্য়ে আসতেই এই আশা করছে বাজার বিশেষজ্ঞরা। তবে ইনভেস্টের (Investment) আগে অবশ্যই সাপোর্ট-রেজিস্ট্যান্স দেখে নিন।

কেমন ফল করেছে এই কোম্পানি
 সম্বর্ধন মাদারসন বিনিয়োগকারীদের জন্য দারুণ খবর দিয়েছে । ত্রৈমাসিকে বিপুল মুনাফা অর্জন করেছে কোম্পানি। গত বছরের তুলনায় ডিসেম্বরের শেষ ত্রৈমাসিকে মুনাফা বেড়েছে ৬২ শতাংশ। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ত্রৈমাসিকে কোম্পানিটি 879 কোটি টাকা নিট মুনাফা করেছে। যা গত বছরের একই সময়ে ছিল ৫৪২ কোটি টাকা।

ব্যালেন্স শিট কী দেখাচ্ছে
অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে কোম্পানির আয়ও গত বছরের 25,644 কোটি থেকে 27,666 কোটিতে বেড়েছে। সম্বর্ধন মাদ্রাসান লিমিটেডের শেয়ারবাজারে করা রেগুলেটরি ফাইলিংয়ে এই তথ্য জানানো হয়েছে। মাদ্রাসানের চেয়ারম্যান বিবেক চাঁদ সেহগাল বলেছেন, আমাদের কোম্পানির পারফরম্যান্স বহুমুখী ব্যবসায়িক মডেলের সাফল্যের কারণে বেড়েছে। তিনি বলেন, কোম্পানি ক্যাপএক্স ও লিভারেজ অনুপাত বজায় রেখে ব্যালেন্স শিট শক্তিশালী করতে সফল হয়েছে।

মার্সিডিজ থেকে মারুতির যন্ত্রাংশ তৈরি করে এই কোম্পানি
মাদ্রাসান কোম্পানি মারুতি থেকে মার্সিডিজ গাড়ির যন্ত্রাংশ তৈরি করে। গত এক বছরে এই কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের ১০ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে। সম্বর্ধন মাদ্রাসান ইন্টারন্যাশনাল কোম্পানি জানিয়েছে, ডিসেম্বর ত্রৈমাসিকে বিশ্বব্যাপী গাড়ি বিক্রি এক শতাংশ হ্রাস পেয়েছে। যে কারণে কোম্পানির সেরা মডিউল ও পলিমার ব্যবসার মার্জিন কমেছে।

মার্জিন ৮ দশমিক ৮ শতাংশ থেকে কমে এবার আট শতাংশে নেমে এসেছে। গত শুক্রবার শেষ ব্যবসায়িক দিনে সম্বর্ধন মাদ্রাসান ইন্টারন্যাশনাল কোম্পানির শেয়ার 2.78 শতাংশের সামান্য পতনে 126 টাকায় বন্ধ হয়। এখন সোমবারের দিকে তাকিয়ে বিনিয়োগকারীরা।

মাদারসনের ব্যবসা ৮৮ হাজার কোটি টাকারও বেশি
মাদারসন ইন্টারন্যাশনাল কোম্পানি ভারতের শীর্ষস্থানীয় অটোমেটিক সরঞ্জাম উৎপাদনকারী কোম্পানি। কোম্পানির বাজার মূলধন 88,805 কোটি টাকা। যা বাজারের অন্যান্য অটো ইকুইপমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ। কোম্পানির পোর্টফোলিওতে মারুতি সুজুকি এবং মার্সিডিজ বেঞ্জের মতো গাড়ি কোম্পানির নামও রয়েছে। যাদের জন্য কোম্পানি সরঞ্জাম তৈরি করে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন : Multibagger Stocks : ১১ টাকার শেয়ার উঠল ১২৮০ তে, এই পেনি স্টকে ১ লাখ হয়েছে ১ কোটি

আরও দেখুন



Source link