NOW READING:
IT Professional: মাইনে দেড় লাখ, তাও ধার নিতে হয় মাসশেষে! বেঙ্গালুরুর দুঃসহ দিনকালে IT কর্মী বেহাল…
March 20, 2025

IT Professional: মাইনে দেড় লাখ, তাও ধার নিতে হয় মাসশেষে! বেঙ্গালুরুর দুঃসহ দিনকালে IT কর্মী বেহাল…

IT Professional: মাইনে দেড় লাখ, তাও ধার নিতে হয় মাসশেষে! বেঙ্গালুরুর দুঃসহ দিনকালে IT কর্মী বেহাল…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় বাজার মূল্য দিনে দিনে আকাশ ছোঁয়া। মাসিক লক্ষ টাকা আয় করেও দৈনিক খরচ মেটাতে মাথায় হাত আইটি প্রফেশনালেরও (IT Professional)। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই এক ঘটনা এক্স হ্যান্ডেলে তুলে ধরলেন থাইরোকেয়ারের প্রতিষ্ঠাতা এ ভেলুমানি (A Velumani)। লক্ষাধিক আয় করেও কীভাবে সংসার চালাতে নাজেহাল হতে হচ্ছে ইঞ্জিনিয়ারদেরও, সেই কথাই জানালেন তিনি। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

বিশিষ্ট ব্যবসায়ী জানান যে মাসিক ১.৫ লক্ষ টাকা আয় করেও দৈনিক খরচ মেটাতে নাজেহাল বেঙ্গালুরুর এক ইঞ্জিনিয়ার। তাঁর এই দুরবস্থার কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন ” হিসাবি না হলে জীবন কঠিন। সাফল্য আয়ের অপর নির্ভর করে না। দরকারের ওপর নির্ভর করে।” ভেলুমানির সেই পোষ্টে এক নেটিজেন লেখেন ”আপনি যদি দেখানো জন্য জীবন কাটান তাহলে মাসে ১০ লাখ টাকাও কম পড়বে।”

আরও পড়ুন- Revanth Reddy vs Tollywood: মুখ্যমন্ত্রী বনাম টলিউড? ২৫ তারকার নামে দায়ের FIR…

অন্য এক নেটিজেন ভেলুমানির সেই পোষ্টটির বিপক্ষে কমেন্ট করে লেখেন ”মাসিক ১.৫ লক্ষ বেঙ্গালুরুর  মত শহরের জন্য সত্যিই কম। আপনি কোন পৃথিবীতে থাকেন স্যর? এখানে মাসিক ৫৫ হাজারে ২ বেডরুমের ফ্ল্যাট হয়….এবার এটা বলবেন না নর্দমায় থাকতে, যদিও নর্দমার ঘরের জন্যও বেঙ্গালুরুতে প্রতি মাসে ২৭ হাজার টাকা লাগে।”

আরেক ব্যক্তি শহর জীবনের নির্মম বাস্তব তুলে ধরে জানান তিনি তাঁর পরিবারের সঙ্গে বেঙ্গালুরুতে থাকেন। মাসিক ১ লাখ  ৫০ হাজার টাকা আয় করেও পরিবারের ভবিষ্যত নিয়ে চিন্তায় থাকেন তিনি। মাসিক আয়ের বেশি অংশ চলে যায় বাড়ি ভাড়ায়। তিনি তাঁর পোষ্টে আরও দাবি করেন চাকরি চলে গেলে কিছু মাসেই তাঁর জমানো পুঁজি শেষ হয়ে যাবে।  

আরও পড়ুন- Federation vs Bidula Bhattacharya: ‘পরিচালকের কাজে বাধা দিতে পারবে না ফেডারেশন’, নির্দেশ কলকাতা হাইকোর্টের…

শুধু বেঙ্গালুরুর নয় ভারতের অন্যান্য শহরেরও একই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। যা শুধু আর্থিক নয় মানসিক ভাবেও ক্ষতিকারক। বর্তমানে এরকম অনেক ঘটনাই উঠে আসে যেখানে ঋনের দায়ে অতিরিক্ত মানসিক চাপে আত্মঘাতী হন অনেকেই।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link